মতলব উত্তর উপজেলার ছেংগারচর উপ-স্বাস্থ্য কেন্দ্রের উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার (অবসরপ্রাপ্ত) ডা. মো. শাহাজাহান মিয়া ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন।
তিনি গরীবের চিকিৎসক নামে খ্যাত ছিলেন।
বুধবার সকাল সাড়ে ৯টায় তিনি ছেংগারচর বাজারের নিজ বাসায় ইন্তেকাল করেন। বাদ জোহর নিজ কর্মস্থল ছেংগারচর উপ-স্বাস্থ্য কেন্দ্রের সামনের মাঠে নামাজে জানাযা অনুষ্ঠিত হয়।
তিনি মৃত্যুকালে ২ ছেলেসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।
বাদ আসর মতলব দক্ষিণ উপজেলার চরমুকুন্দি নিজ গ্রামে জানাযা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
তাঁর মৃত্যুতে মতলব উত্তর উপজেলার ছেংগারচর পৌর এলাকায় শোকের ছায়া নেমে আসে।