শাহরাস্তিতে সেনাবাহিনী বন্যা দুর্গতদের মাঝে গৃহ নির্মাণ সামগ্রী বিতরণ করেছেন।
বৃহস্পতিবার দুপুরে চাঁদপুর সেনাক্যাম্পের আয়োজনে শাহরাস্তি উপজেলা প্রশাসনের সার্বিক সহযোগিতায় মেহের ডিগ্রী কলেজ মাঠে এ বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।
এ গৃহনির্বান সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ব্রিগেডিয়ার জেনারেল মোঃ ফারুক হাওলাদার, এএফডব্লিউসি, পিএসসি।
অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন, মেজর মোঃ মোয়াজ্জেম হোসেন, পিএসসি, মেজর কাজী গোলাম শাহাদাত পিএসসি, ক্যাপ্টেন মোঃ রিফাত আল আসমাউল।
এ সময় অন্যান্য অতিথিদের মধ্যে আরো উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ ইয়াসির আরাফাত, মেহের ডিগ্রী কলেজের অধ্যক্ষ মিজানুর রহমান, গণমাধ্যম কর্মী প্রমুখ।
ওইদিন অত্র এলাকার ৮ টি পরিবারের মাঝে ৩২ বান ঢেউটিন এবং নগদ ৩২ হাজার টাকা অনুদান প্রদান করা হয়।