মতলব উত্তর উপজেলার বাগানবাড়ী ইউনিয়নে আওয়ামী দুঃশাসন, জুলুম, হত্যা, নির্যাতনসহ বিভিন্ন নির্যাতনের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন বাগানবাড়ি ইউনিয়ন বিএনপি ও সহযোগিতা সংগঠনের নেতৃবৃন্দ।
রবিবার (৬ অক্টোবর) বিকেলে বাগানবাড়ি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও জেলা বিএনপি সাবেক সহ-সভাপতি আলাউদ্দিন খানের নেতৃত্বে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করা হয়েছে। মিছিলটি বাগানবাড়ি ইউনিয়নের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে মেঘনা ধনাগোদা সেচ প্রকল্পের বেরিবাদ হয়ে কালীরবাজার চৌরাস্তায় এসে শেষ হয়।
বিক্ষোভ মিছিলের পর সংক্ষিপ্ত আলোচনায় বাগানবাড়ি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আলাউদ্দিন খান বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রেক্ষাপটে স্বৈরাচার ফ্যাসিবাদ শেখ হাসিনা পদত্যাগ করে দেশ থেকে পালিয়েছেন। কিন্তু তার লুটেরা সন্ত্রাসী বাহিনী এ দেশেই রয়ে গেছে। আওয়ামী লীগ থেকে আগত সেসব নব্য বিএনপি দলে ভিড়ে দলের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি করেছে। ১৭ বছর মামলা হামলার শিকার জিয়াউর রহমানের আদর্শের সৈনিক প্রকৃত বিএনপি নেতাকর্মীদের উপর সন্ত্রাসী হামলা চালিয়ে যাচ্ছে একের পর এক। এসব সন্ত্রাসীদের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর সময় এখনই।
তিনি বলেন, কোনো সন্ত্রাস চাঁদাবাজ, ভূমিদস্যু ও মাদক ব্যবসায়ীদের বিএনপিতে স্থান নেই। আমরা শহীদ জিয়াউর রহমানের আদর্শ নিয়ে তারেক রহমানের নেতৃত্বে ও সাবেক মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা মরহুম নুরুল হুদা সাহেবের জ্যেষ্ঠ পুত্র চাঁদপুর জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক তানভীর হুদার নির্দেশক্রমে জনগণের কল্যাণে কাজ করে যাচ্ছি।
তিনি আরো বলেন, যারা আওয়ামী লীগের শাসনামলে আওয়ামী লীগের দালালী করেছে, আমাদের উপর হামলা-মামলায় ইন্ধন দিয়েছে তাদের স্থান বিএনপিতে হবে না। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সেই সকল দালাল নেতা-কর্মীদের দলে স্থান দিবে না। সকলকে ধৈর্য ধারণ করে আগামী দিনগুলোতে দলের শৃঙ্খলা রক্ষা করে কার্যক্রম পরিচালনার প্রতি আহবান জানান।
মিছিলে উপস্থিত ছিলেন, যুবদলের সাবেক সভাপতি জনাব মো. মোজাম্মেল হক (রনি) সাবেক সাধারণ সম্পাদক মনির হোসেন ভূইয়া, সাবেক সাংগঠনিক সম্পাদক মো. দিদার বেপারী, ছাত্রদলের সাবেক সভাপতি মোঃ আলম সিকদার, স্বেচাসেবক দলের সাবেক সভাপতি মোঃ আনোয়ার ভূইয়া, মফিজ, সফিক, মহন, নাদিম ভুইয়াসহ দলীয় নেতাকর্মীরা।