চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলা প্রশাসনের উদ্যােগে সম্প্রীতি সমাবেশে জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন বলেছেন-পূজাকে কেন্দ্র করে কেউ যদি কোন কিছু করে সে ছাড় পাবে না। তাকে কঠোর শাস্তির মুখোমুখি হতে হবে। রাষ্ট্রের চেয়ে বড় শক্তিশালী কেউ নয়।যারা দুষ্কৃতকারী তারা রাতের কিছু সময় বেছে নেন যখন বিদ্যুৎ থাকে না। সেজন্য প্রতিটা পূজামণ্ডপে বিকল্প বিদ্যুৎ ব্যবস্থা রাখার নির্দেশ দেন তিনি।
মঙ্গলবার (৮ অক্টোবর) সকালে উপজেলা পরিষদের অডিটোরিয়ামে উপজেলা নির্বাহী কর্মকর্তা তাপস শীলের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মোহাম্মদ মহসিন উপরোক্ত কথা গুলো বলেন। সম্প্রীতি সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, চাঁদপুর জেলা পুলিশ সুপার মুহাম্মদ আব্দুর রকিব (পিপিএম), সেনাবাহিনীর মেজর মো. আরিফ হোসাইন।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জাকির হোসাইনের সঞ্চলনায় অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন, হাজীগঞ্জ ঐতিহাসিক বড় মসজিদের ইমাম ও খতিব মুফতি আব্দুর রউফ, হাজীগঞ্জ উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি রুহী দাস বণিক, হাজীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এম এ রহিম পাটোয়ারী, উপজেলা জামায়াত ইসলামীর আমির বি এম কলিম উল্ল্যাহ ভূঁইয়া, হেফাজত ইসলামীর উপজেলা শাখার সভাপতি মাওলানা মোহাম্মদ জুবায়ের হোসাইন, ইসলামি আন্দোলনের পক্ষে মো. কামাল হোসেন প্রমূখ।
এ সময়, হাজীগঞ্জ-ফরিদগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার পংকজ কুমার দে, হাজীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রিফাত জাহান,বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণসহ রাজনৈতিক, সামাজিক সংগঠন ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।