বাংলাদেশ আইন, বিচার, সংসদ বিষয়ক মন্ত্রনালয়ের আইন ও বিচার বিভাগের আওতায় বাংলাদেশ সুপ্রিম কোর্টের (সহকারী এটর্নী জেনারেল পদমর্যাদা-বিডিয়ার মামলা) বিষ্ফোরক দ্রব্য মামলায় স্পেশাল পাবলিক প্রসিকিউটর (স্পেশাল পিপি) পদে নিয়োগ পেয়েছেন চাঁদপুরের কচুয়ার কৃতি সন্তান সুপ্রিম কোর্টের বিজ্ঞ আইনজীবি অ্যাডভোকেট মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন (জাকির খান)। সম্প্রতি এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেন আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রনালয়।
এ ব্যাপারে বাংলাদেশ সুপ্রিম কোর্টের বিজ্ঞ আইনজীবি অ্যাডভোকেট মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন (জাকির খান) বলেন, আমাকে এ পদে মনোনীত করায় আমি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি কৃতজ্ঞতা জানাই। আমার উপর অর্পিত দায়িত্ব যথাযথ ভাবে পালনে আইনজীবিসহ সকলের সহযোগিতা চাই। সংবিধান সমুন্নত রাখাই আমার মূল দায়িত্ব।
উল্লেখ্য যে, চাঁদপুরের কচুয়া উপজেলার ২নং পাথৈর ইউনিয়নের বড়দৈল গ্রামের গর্বিত সন্তান অ্যাড. মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন (জাকির খান) ২০০৫ সালে বাংলাদেশ বার কাউন্সিলের সদস্যভুক্ত হয়ে ঢাকা জেলা ও দায়রা জজ আদালতে আইনজীবি হিসেবে সততা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালনের মাধ্যমে আইনি সেবা শুরু করেন।
এর আগে তিনি কচুয়ার নিজ এলাকায় প্রতিষ্ঠিত বড়দৈল ইসলামিয়া দাখিল মাদ্রাসায় ইংরেজি বিষয়ে সহকারী শিক্ষক হিসেবে কর্মরত ছিলেন। ২০১৫ সালে সুপ্রীম কোর্টের হাইকোর্ট বিভাগে আইনজীবি হিসেবে তালিকাভুক্তি হন। তিনি দীর্ঘ ১৯ বছর যাবৎ অত্যন্ত সুনাম ও সততার সাথে আইন পেশায় নিয়োজিত রয়েছেন। এছাড়া তিনি কচুয়া উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি, বর্তমান উপজেলা বিএনপি’র যুগ্ন আহবায়ক ও জাতীয়তাবাদী আইনজীবি ফোরাম সুপ্রীমকোর্ট শাখার উপ-বৃত্তি বিষয়ক সম্পাদক পদে দায়িত্বে রয়েছেন।
এদিকে কচুয়ার কৃতি সন্তান বাংলাদেশ সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবি, সহকারী এটর্নী জেনারেল পদমর্যাদায় বিডিআর মামলা পরিচালনার জন্য অ্যাড. মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন (জাকির খান) কে স্পেশাল পাবলিক প্রসিকিউটর পদে নিয়োগ পাওয়ায় তাঁকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন বিভিন্ন শ্রেনি পেশার মানুষ।