চাঁদপুর সদর উপজেলার ৪নং শাহমাহমুদপুর ইউনিয়নের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অংশগ্রহণে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা-২০২৫ এর পুরস্কার বিতরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
সোমবার (১০ ফেব্রুয়ারী) ইউনিয়নের পশ্চিম ভাটেরগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ১৫টি প্রাথমিক বিদ্যালয়ের আয়োজনে শিক্ষার্থীরা বালক ও বালিকা বিভাগে বিভিন্ন প্রতিযোগিতায় অংশ করে। এবার উক্ত বিদ্যালয়গুলো থেকে ৭’শ ৫০জন শিক্ষার্থী প্রতিযোগী মোট ৫০টি ইভেন্টে অংশ নিয়েছে। এর মধ্যে ১’শ ৫০ জন প্রতিযোগি বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ী হয়ে পুরস্কার অর্জন করেন। এর মধ্যে ক্রীড়া সাংস্কৃতিক, বিষয় ভিত্তিক কুইজ ও কাবিং কার্যক্রম অন্যতম।
পশ্চিম ভাটেরগাঁও সপ্রাবি’য়ের প্রধান শিক্ষক আরিফুল ইসলামের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন শাহমাহমুদপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন বিএনপির সভাপতি স্বপন মাহমুদ। প্রধান অতিথির বক্তব্যে স্বপন মাহমুদ বলেন, শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি বিভিন্ন খেলাধুলায় মনোযোগী হতে শরীর চর্চার মধ্য দিয়ে মনকে সুন্দর ও সবল রাখতে খেলাধুলার ওপর গুরুত্বারোপ করতে হবে। প্রাতিষ্ঠানিক জ্ঞান অর্জনের পাশাপাশি খেলাধুলা, শিল্প-সাহিত্য ও সাংস্কৃতিক চর্চা, সামাজিক কর্মকাণ্ড, রাষ্ট্রীয় অনুষ্ঠানসহ বিভিন্ন ক্ষেত্রে আমাদের অংশীদারিত্ব সমন্বয় করে চলতে হবে।
অবশ্যই খেয়াল রাখতে হবে শিক্ষা প্রতিষ্ঠানের মাধ্যমে আমরা যে জ্ঞান অর্জন করছি সেটা যেন আমাদের বাস্তব জীবনে কাজে লাগাতে পারি।
তিনি আরো বলেন, শুধু পড়া লেখায় নয়, ভাল মানুষ এবং সুনাগরিক হতে হলে খেলাধুলার এবং শিল্প-সাহিত্য ও সাংস্কৃতিক চর্চার কোন বিকল্প নেই। এসব কর্মকাণ্ড উন্নত জাতি গঠনে সহায়ক ভূমিকা যেমন রাখে, তেমনি আমাদের শরীর ও মনকে সতেজ রাখে।

ইউনিয়নের পাইকদি সপ্রাবি’য়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোস্তফা কামাল চৌধুরীর উপস্থাপনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী শাহমাহমুদপুর ইউনিয়ন শাখার আমির মাওলানা মোঃ মিজানুর রহমান, চাঁদপুর সদর উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক আবুল হাসেম খান, ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আব্দুর রশিদ মাস্টার, ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক সফিক কবিরাজ। অতিথি হিসেবে বক্তব্য রাখেন সদর উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সিনিয়র সহ সভাপতি ও শাহমাহমুদপুর ইউনিয়ন প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মোঃ আকতার হোসেন মিজি।
উক্ত অনুষ্ঠানে সার্বিক সহযোগিতায় ছিলেন মান্দারী সপ্রাবি’য়ের প্রধান শিক্ষক এমিলি খান, মহামায়া সপ্রাবি’য়ের প্রধান শিক্ষক শাহিনা আকতার, কুমারডুগী সপ্রাবি’য়ের প্রধান শিক্ষক খোদেজা মজুমদার, কেতুয়া সপ্রাবি’য়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক রাজিয়া সুলতান, পূর্ব ভাটেরগাঁও সপ্রাবি’য়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মাওলানা আবদুল বাকী, দক্ষিণ ভাটেরগাঁও সপ্রাবি’য়ের প্রধান শিক্ষক মাওলানা রফিকুল ইসলাম, ভড়ঙ্গারচর সপ্রাবি’য়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ এমরান হোসেন, আলুমুড়া সপ্রাবি’য়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আবে কাউচার, দক্ষিণ পাইকদি সপ্রাবি’য়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোস্তফা কামাল সোহাগ, শাহতলী জোবাইদা বালক সপ্রাবি’য়ের প্রধান শিক্ষক আবুল কালাম আজাদ, উত্তর শাহাতলী জোবাইদা বালিকা সপ্রাবি’য়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক তাহমিনা জুমুর, মধ্য শাহতলী কাদেরিয়া সপ্রাবি’য়ের প্রধান শিক্ষক তাহমিনা আক্তারসহ উক্ত বিদ্যালয়গুলোর সহকারী শিক্ষকবৃন্দ।
পরে বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ।