মনিরুল ইসলাম মনির : চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় স্বাস্থ্যবিধি না মানায় ও মাস্ক না পড়ায় জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

২৬ জানুয়ারী বুধবার উপজেলার ছেংগারচর বাজার এলাকায় অভিযান চালিয়ে স্বাস্থ্যবিধি না মানায় জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালতের নিবার্হী ম্যাজিষ্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ হেদায়েত উল্লাহ।
স্বাস্থ্যবিধি না মানায় ও মাস্ক না পড়ে যারা ঘোরাঘুরি করছে তাদেরকে জরিমানা করা হয়েছে। এছাড়া যারা মাস্ক না পড়ে ঘর থেকে বের হয়েছে তাদেরকে মাস্ক বিতরণ করা হয়েছে। ৭ ব্যাক্তির কাছ থেকে ৯শ’ টাকা জরিমানা আদায় করা হয়।
এসময় নিবার্হী ম্যাজিষ্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ হেদায়েত উল্লাহ বলেন, চাঁদপুর’সহ মতলব উত্তরে উদ্বেগজনকহারে করোনা রোগীর সংখ্যা বৃদ্ধি পাওয়ায় উপজেলা প্রশাসকের পক্ষ থেকে এই অভিযান পরিচালনা করা হচ্ছে। সরকারী নির্দেশনা মোতাবেক স্বাস্থ্যবিধি মানাতে আজকে আমরা অভিযান চালিয়েছি। এর আগে মাইকিং এর মাধ্যমে প্রচারণা চালিয়েছি। আজকে অভিযান চালিয়ে স্বাস্থ্যবিধি না মানায় জরিমানা করা হয়েছে। জনগনকে সচেতন করতে এ ধরনের অভিযান অব্যহৃত থাকবে।