চাঁদপুরের শাহরাস্তি পৌরসভার ৪ নং ওয়ার্ডের সোনাপুর গ্ৰামের মধ্যপাড়ায় বায়তুল মামুর জামে মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। ২৮ ফেব্রুয়ারি (শুক্রবার) বাদ জুম্মা শেষে উক্ত মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন নব-নির্মাণাধীন মসজিদের পেশ ইমাম হাফেজ মাওলানা ইয়াছিন রেজা আল কাদেরী।

এসময় মসজিদ কমিটির সভাপতি মোঃ মুরাদ হোসেন পাটওয়ারী সহ কমিটির অন্যান্য সদস্যগণ ও মসজিদের মোয়াজ্জেন মোঃ আবু সুফিয়ান মোল্লা উপস্থিত ছিলেন। ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে উপস্থিত মুসল্লিগণ এই মসজিদ স্থাপনের কাজ সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য মহান আল্লাহ তায়ালার নিকট ফরিয়াদ জানিয়ে বিশেষ মিলাদ, দোয়া ও মোনাজাত করা হয়।
সোনাপুর মধ্যপাড়া বায়তুল মামুর জামে মসজিদ নির্মাণের জন্য এই মসজিদের মুসল্লি মোঃ মামুন মোল্লা সাড়ে চার শতাংশ এবং মোঃ আসাদ উল্লাহ মোল্লা ও আনোয়ার হোসেন মোল্লা উভয়ে ২.২৫ শতাংশ করে মোট সাড়ে চার শতাংশ জায়গা দান করেন। অর্থাৎ সবমিলিয়ে এই মসজিদের ওয়াকফকৃত জায়গার পরিমাণ ৯ শতাংশ।
বিগত জানুয়ারি’২০২৫ মাসের ১৮ তারিখে এলাকার সামাজিক ও গণ্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে অনুষ্ঠিত এক সভায় উক্ত মসজিদ স্থাপনের বিষয়ে সর্বসম্মত সিদ্ধান্ত গৃহীত হয় এবং ঐ তারিখ থেকে মসজিদের কার্যক্রম শুরু হয়। উক্ত সভায় মসজিদ স্থাপনের কার্যক্রম পরিচালনায় ৯ সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়। কমিটির সদস্যগণ হচ্ছেন, যথাক্রমেঃ-সভাপতি মোঃ মুরাদ হোসেন পাটওয়ারী, সিনিয়র সহ-সভাপতি মোঃ আহসান উল্লাহ পাটওয়ারী, সহ-সভাপতি (১) মোঃ রফিকুল ইসলাম, সহ-সভাপতি (২) গাজী সহিদ উল্লাহ, সাধারণ সম্পাদক মোঃ খলিল, সহ-সাধারণ সম্পাদক (১) মোঃ রাকিব হোসেন, সহ-সাধারণ সম্পাদক (২) জসিম উদ্দিন পাটওয়ারী, কোষাধ্যক্ষ আলহাজ্ব আবদুর রহিম মজুমদার, এবং সদস্য হিসেবে মোঃ আল্ ইমাম মিয়াজীকে নিয়ে উক্ত কমিটি গঠন করা হয়। উল্লেখ্য, এই মসজিদের মতোয়াল্লি হিসেবে মোঃ আনোয়ার হোসেন দায়িত্ব পালন করবেন। গঠিত মসজিদ কমিটি ও মতোয়াল্লি আগামী ৩ বছরের জন্য নির্বাচিত করা হয়।

উল্লেখ্য, সোনাপুর গ্ৰামে ইতিপূর্বে স্থাপিত তিনটি মসজিদ রয়েছে। তন্মধ্যে সোনাপুর জামে মসজিদ সবচেয়ে পুরনো, সোনাপুর পশ্চিমপাড়া আল মদিনা জামে মসজিদ এবং তারপর সোনাপুর পূর্বপাড়া জামে মসজিদ স্থাপিত হয়েছে এবং সর্বশেষ এলাকার মানুষের চাহিদা অনুযায়ী সোনাপুর মধ্যপাড়া বায়তুল মামুর জামে মসজিদের নির্মাণ কাজ শুরু হয়। এই মসজিদটি গ্ৰামের চতুর্থ মসজিদ হিসেবে স্থাপিত হলো।
অত্র মসজিদ পরিচালনা কমিটি ইতিমধ্যে কমবেশি ৩ লাখ ২০ হাজার টাকা ব্যয়ে একটি অস্থায়ীভাবে চারিপাশের ভেড়া ও দোচালা টিনের ঘর নির্মাণ করে নামাজ আদায় করার কার্যক্রম শুরু করেছেন।
এক প্রতিক্রিয়ায় নবনির্মিতব্য মসজিদ কমিটির সভাপতি মোঃ মুরাদ হোসেন পাটওয়ারী জানান, আমরা গ্ৰাম-সমাজ ও এলাকাবাসীর চাহিদা অনুযায়ী ৫৫”×২৩” সাইজের দ্বিতল বিশিষ্ট সোনাপুর মধ্যপাড়া বায়তুল মামুর জামে মসজিদের নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর আজ স্থাপন করেছি। আমাদের এই মসজিদটি নির্মাণে ২ কোটি টাকার বেশি ব্যয় হওয়ার সমূহ সম্ভাবনা রয়েছে। আমাদের পক্ষে এত টাকা ব্যয় করে মসজিদ নির্মাণ করা প্রায় অসম্ভব। সেকারণে আমরা আল্লাহর এই ঘর নির্মাণ কাজে এলাকার-গ্ৰামের এবং প্রবাসে যারা অবস্থান করছেন তাদেরকে সামর্থ্য অনুযায়ী আর্থিক সহায়তা প্রদানের সবিনয় অনুরোধ করছি। মসজিদ স্থাপনের কাজে কেউ আর্থিক সহায়তা করতে চাইলে আমাদের দেয়া নীচের বিকাশ নম্বরে টাকা পাঠাতে পারেন।
টাকা পাঠানোর বিকাশ নম্বর: 01714620690 (মসজিদ কমিটির সভাপতির বিকাশ নম্বর)।