চাঁদপুরের নতুনবাজার এলাকায় চকোলেটের প্রলোভন দেখিয়ে ৯ বছরের এক কন্যা শিশুকে চুরি করার সময় জনতার হাতে আটক হয়েছেন কামাল বেপারী (৩৫) নামে এক ব্যক্তি।

বুধবার (১২ মার্চ) সন্ধ্যায় আটকের তথ্য নিশ্চিত করেন চাঁদপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত (ওসি) মো. বাহার মিয়া।
প্রত্যক্ষদর্শীরা জানান, কামাল নামের ওই ব্যক্তি অসৎ উদ্দ্যেশে দুই বার একটি কন্যা শিশুকে হাজী মহসীন রোড এলাকায় একা পেয়ে গতিরোধ করে। তাকে চকোলেটের প্রলোভন দেখায়। পরে শিশুটিকে টেনে নিয়ে যাওয়ার সময় সে ভয় পেয়ে কান্না শুরু করলে স্থানীয়রা এগিয়ে আসে।
শিশুটি বিস্তারিত জানালে লোকজন দৌড়ে গিয়ে ওই চোরকে ধরে ফেলে। পরে উত্তম মাধ্যম দিয়ে পুলিশে সোপর্দ করে।

এদিকে এ ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে। যেখানে শিশুটির কান্না বিজড়িত কণ্ঠে স্থানীয়দের কাছে ঘটনার আদ্যোপান্ত জানাতে দেখা গেছে এবং ঘটনা শুনে স্থানীয়রা কামাল নামে ওই চোরকে রাগে ক্ষোভে গণধোলাই দিচ্ছে।
এ বিষয়ে চাঁদপুর সদর মডেল থানার ওসি মো. বাহার মিয়া বলেন, “আমরা খবর পেয়ে ঘটনাস্থলে যাই এবং চোর কামালকে আটক করে থানায় নিয়ে আসি।
তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।”