মো. রাছেল : চাঁদপুরের কচুয়ায় পুলিশের বিশেষ অভিযানে ১২ কেজি গাঁজাসহ মো. মেরাজ দর্জি (২০) ও মো. সোহান কাজী (২৫) নামে দুই মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে।
শনিবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে এসআই মো. দেলোয়ার হোসেন (রাজিব) সঙ্গীয় ফোর্স নিয়ে কুমিল্লা-চাঁদপুর সড়কের কচুয়া উপজেলার আশ্রাফপুর ইউনিয়নের জগতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে পুলিশ চেকপোষ্টে চাঁদপুরগামী একটি সিএনজি তল্লাসি চালিয়ে ১২কেজি গাঁজাসহ দুইজনকে আটক করা হয়।
তারা হলেন- চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ফতেপুর ইউনিয়নের দিঘনীপাড় গ্রামের দর্জি বাড়ির মুসলিম দর্জি পুত্র মো. মেরাজ দর্জি। তিনি নারায়নগঞ্জ জেলার বন্দর থানার আবাসিক এলাকার বসবাস করে। অপরজন হলেন একই জেলার বন্দর থানার একরামপুর কাজী বাড়ির মৃত শাহীন কাজির পুত্র মো. সোহান কাজী।
কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহিউদ্দিন গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন জানান, এব্যাপারে কচুয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে। এ মাদক বিরোধী বিশেষ অভিযান অব্যাহত থাকবে।