নিজস্ব প্রতিনিধি : সরকারি নির্দেশনা অমান্য করে চাঁদপুরে পদ্মা-মেঘনা-ডাকাতিয়ার নদীতে রাতের আধারে বালু বোঝাই বলগেট মালবাহী ট্রলার চালানোর ঘটনায় ৫ জনকে আটক করেছে নৌ থানা পুলিশ।
শুক্রবার চাঁদপুর নৌ থানা পুলিশ বাদী হয়ে ৫ জনের বিরুদ্ধে মামলা দায়ের করে তাদেরকে আদালতে প্রেরণ করেন। নৌ থানা পুলিশের ইনচার্জ ইন্সপেক্টর মুজাহিদুল ইসলামের নেতৃত্বে নৌ পুলিশ মেঘনা নদীতে রাতে অভিযান চালানো হয়।
এ সময় গভীর রাতে বালুবোঝাই বলগেট জব্দ করে পাঁচজনকে আটক করতে সক্ষম হয়। সম্প্রতি ডাকাতিয়া নদীতে রাতের আধারে বালুবোঝাই বলগেট ও মাটি বোঝাই স্টিল বডি ট্রলারের ধাক্কায় ৫ শ্রমিক নিহত হওয়ার ঘটনায় প্রশাসনের তৎপরতা বৃদ্ধি পায়।
প্রশাসনের নির্দেশনা উপেক্ষা করে নৌপথে নৌ যান চালানোর ঘটনায় নৌ পুলিশ অভিযান পরিচালনা করে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করছে। নৌ থানার ওসি মুজাহিদুল ইসলাম জানান, রাতে নৌপথে দুর্ঘটনা এড়াতে ও নিরাপত্তা নিশ্চিত করতে সকল ধরনের নৌযান চলাচল বন্ধ করার ঘোষণা দেওয়া হয়।
কিন্তু প্রশাসনের নির্দেশনা উপেক্ষা করে অসাধু বালুবোঝাই বলগেট মালিকরা তাদের নৌযান চলাচল করাচ্ছে। উর্দ্ধতন কর্তৃপক্ষের নির্দেশে নদীপথে অভিযান চালিয়ে বালুবোঝাই বলগেট সহ ৫ জনকে আটক করা হয়েছে। নদীপথে রাতে আঁধারে নৌ পুলিশের অভিযান অব্যাহত থাকবে।