নিজস্ব প্রতিনিধি : মাদকবিরোধী অভিযানে চাঁদপুর লঞ্চঘাট থেকে ৭ কেজি গাঁজাসহ মাদক সম্রাজ্ঞী শাহানা বেগম (৬০)কে আটক করেছেন নৌ থানা পুলিশ।
বুধবার বিকেলে নৌ থানার এসআই বাবুল বালা সঙ্গীয় ফোর্স নিয়ে লঞ্চ টার্মিনালে অভিযান চালিয়ে গাঁজা বোঝাই ব্যাগসহ তাকে আটক করতে সক্ষম হয়। আটক শাহানা বেগম শরীয়তপুর জেলার নড়িয়া থানার মৃত রাজাকে স্ত্রী।
পুলিশ জানান, কুমিল্লা থেকে গাজা বোঝাই ব্যাগ নিয়ে ঢাকা আজিমপুর যাওয়ার উদ্দেশ্যে মাদক সম্রাজ্ঞী সাহিদা বেগম রওনা হয়। তিনি লঞ্চ টার্মিনালে আসলে তার গতিবিধি সন্দেহজনক হলে অবশেষে তাকে ৭ কেজি গাঁজাসহ আটক করা হয়েছে। মাদক ব্যবসায়ীরা চাঁদপুর লঞ্চ ঘাট নিরাপদ ভেবে বিভিন্ন জেলায় মাদকের চালান প্রচার করেন।
মাদকবিরোধী পুলিশের অভিযানে গাঁজাসহ তাকে আটক করতে সক্ষম হয়েছে। তার বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। এরপূর্বে ২০০ বোতল ফেনসিডিল, গাঁজা ও ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক করেছে নৌ থানা পুলিশ। মাদক বিরোধী অভিযান পুলিশের সর্বদা অব্যাহত থাকবে।