নিজস্ব প্রতিনিধি : জাটকা রক্ষায় পদ্মা মেঘনা নদীতে হরিনা নৌ ফাঁড়ি পুলিশের ব্যাপক অভিযান পরিচালনা করা হচ্ছে।

হরিনা ঘাট নৌ ফাঁড়ির পুলিশের তৎপরতায় ২৫ হাজার কারেন্ট জালসহ ৬ জেলে আটক করা হয়েছে। এই ঘটনায় নৌ-ফাঁড়ির পুলিশ বাদী হয়ে দুটি পৃথক মামলা দায়ের করেছেন।
রবিবার দুপুরে হরিনা নৌ ফাঁড়ির ইনচার্জ মিজানুর রহমানের নেতৃত্বে এ এসআই হাসান, শহীদ সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে ৩ জেলে সহ ১৫ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করেছে। এছাড়া পৃথক অভিযানে ১০ হাজার মিটার কারেন্ট জাল সহ আরো তিনজন আটক করা হয়েছে।
পুলিশ বাদী হয়ে তাদের বিরুদ্ধে মৎস্য আইনে মামলা দায়ের করে আদালতে প্রেরণ করেছেন।
নৌ পুলিশ জানান, জাটকা রক্ষায় মার্চ এপ্রিল ২ মাস অভয়াশ্রম বাস্তবায়নে নৌ পুলিশের ব্যাপক তৎপরতা রয়েছে। কোন অবস্থাতেই নদীতে এই দুই মাস মাছ ধরতে দেওয়া হবে না। অসাধু জেলেরা সরকারি নির্দেশনা উপেক্ষা করে যদি নদীতে মাছ ধরতে যায় তাহলে তাদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।