কচুয়া প্রতিনিধি : মেহেদী হাসান (সবুজ) নামের একটি ছেলে নিখোঁজ হয়েছে। তার বয়স ২০ বছর।
ছেলেটির গায়ের রং ফর্সা, হালকা-পাতলা স্বাস্থ্য, মুখমন্ডল: গোলাকার,মাথার চুল : কালো ও ছোট-ছোট, চোখের বর্ণ: কালো, উচ্চতা: ৫ ফুট ৫ ইঞ্চি। চাঁদপুরের কচুয়ার আঞ্চলিক বাংলা ভাষায় কথা বলে।
মেহেদী হাসান সবুজের পিতার নাম:মোঃ বাচ্ছু মিয়া। ঠিকানা – সাং: কাপিলাপাড়া , ডাকঘর: মনপুরা, থানা: কচুয়া, জেলা: চাঁদপুর।
গত ৬ নভেম্বর শুক্রবার সকাল ১১টার সময়
হাজীগঞ্জ মডেল কলেজে যাবে বলে ঘর থেকে বাহির হইয়া যায় তারপর আর বাড়িতে ফিরে আসে নাই। ছেলেটি বাড়িতে ফিরে না আসলে অনেক খোঁজাখুঁজি করেও পরিবারের সদস্যরা তার কোর সন্ধান পায়নি।
হারানোর সময় তার পরনে ছিল সাদা শার্ট ও কালো কালারের গেঞ্জি ছিল। এ বিষয়ে থানায় একটা জিডি করা হয়েছে। জিডি নং –৩৯৫। যদি কোন হৃদয়বান ব্যক্তি তার সন্ধান পান তাহলে উপরোক্ত ঠিকানায় যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো।
যোগাযোগ: মোঃ বাচ্ছু মিয়া,
মোবাইল: 01882089265