মতলব উত্তর ব্যুরো : মতলব উত্তর থানা পুলিশ মাদক বিরোধী অভিযান চালিয়ে ৬ কেজি গাঁজা’সহ মাদক কারবারি শ্যামল বেপারী প্রকাশ ইব্রাহিম (২৫)কে গ্রেপ্তার করে। বুধবার (১৬ মার্চ) তাকে চাঁদপুর আদালতে প্রেরণ করে পুলিশ।
মঙ্গলবার (১৫ মার্চ ) রাতে মতলব উত্তর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ শাহজাহান কামালের নেতৃত্বে ও সার্বিক তদারকীতে উপ-পরিদর্শক (এসআই) মো. আবু হানিফ সঙ্গীয় ফোর্সদের সহযোগিতায় মতলব উত্তর উপজেলার বাগানবাড়ী নয়াকান্দি এমদাদ সরকারের চায়ের দোকানের সামনে হতে মাদক কারবারি শ্যামল বেপারী প্রকাশ ইব্রাহিম (২৫) কে ৬ কেজি গাঁজা’সহ আটক করা হয়।
শ্যামল বেপারী প্রকাশ ইব্রাহিম উপজেলার মৌটুপী গ্রামের মৃত. কালু বেপারীর ছেলে।
মতলব উত্তর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ শাহজাহান কামাল বলেন, মাদক কারবারি শ্যামল বেপারী প্রকাশ ইব্রাহিমকে ৬ কেজি গাঁজা’সহ গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা নেয়া হয়েছে।