নিজস্ব প্রতিনিধি : হাজীগঞ্জে এক অনাড়ম্বর অনুষ্ঠানের মধ্য দিয়ে দৈনিক চাঁদপুর বার্তার ১০তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে। বৃহস্পতিবার বিকালে অনলাইন নিউজ পোর্টাল প্রিয় চাঁদপুর এর কার্যালয়ে কেক কাটা ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ জোবাইর সৈয়দ।
চাঁদপুর বার্তার স্টাফ রিপোর্টার খন্দকার আরিফের সার্বিক ব্যবস্থাপনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, হাজীগঞ্জ প্রেসকাবের প্রতিষ্ঠাতা সদস্য ও ন্যাশনাল কম্পিউটারের সত্ত্বাধীকারী মো. জহিরুল ইসলাম লিটন, প্রেসকাবের সাবেক সভাপতি ও পৌর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সম্পাদক মুন্সী মোহাম্মদ মনির।
বিশেষ অতিথি হিসাবে আরো বক্তব্য রাখেন, নতুনের কথা’র প্রকাশক ও সম্পাদক মহিউদ্দিন আল আজাদ, চাঁদপুর জেলা ছাত্রলীগের সহ-সভাপতি ও হাজীগঞ্জ পৌরসভা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মেহেদী হাছান রাব্বি প্রমুখ। বক্তব্য শেষে প্রধান অতিথিসহ অন্যান্য অতিথিবৃন্দ প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটেন।
দৈনিক চাঁদপুর খবরের হাজীগঞ্জ ব্যুরো ইনর্চাজ সাইফুল ইসলাম সিফাতের উপস্থাপনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, দৈনিক ইলশেপাড় এর হাজীগঞ্জ ব্যুরো ইনচার্জ মোহাম্মদ হাবীব উল্যাহ্, দৈনিক চাঁদপুর প্রবাহের হাজীগঞ্জ প্রতিনিধি জহিরুল ইসলাম জয়, দৈনিক শপথ এর ব্যুরো ইনচার্জ মজিবুর রহমান রনি প্রমুখ।