ঢাকা ০৬:২৯ পূর্বাহ্ন, শনিবার, ২৭ জুলাই ২০২৪, ১২ শ্রাবণ ১৪৩১ বঙ্গাব্দ

শাহরাস্তিতে বর্ণাঢ্য আয়োজনে বঙ্গবন্ধুর জন্মদিন ও জাতীয় শিশু দিবস উদযাপন

মোঃ মাসুদ রানা : চাঁদপুরের শাহরাস্তিতে বর্ণাঢ্য আয়োজনে বঙ্গবন্ধুর ১০২তম জন্মদিন ও জাতীয় শিশু দিবস যথাযোগ্য মর্যাদায় উদযাপন করা হয়েছে।
দিবসটি উপলক্ষে উপজেলা কমপ্লেক্স আলোকসজ্জা, প্রথম প্রহরে বঙ্গবন্ধুর ম্যুরালে পুষ্পস্তবক অর্পণ,মু‌ক্তির উৎসব ও সুবর্ণজয়ন্তী উন্নয়ন মেলার শুভ উ‌দ্বোধন,  র‌্যা‌লি ও বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা জ্ঞাপন ,মস‌জিদ, ম‌ন্দির ও বি‌ভিন্ন আশ্রয়ণ প্রকল্পের গৃহে বসবাসকারী পরিবারদের  মা‌ঝে মি‌ষ্টান্ন বিতরণ, আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং  পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
বৃহস্পতিবার সকালে(১৭- মার্চ) শাহরাস্তি উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ চত্বরে এটি অনুষ্ঠিত হয়। সংশ্লিষ্ট সূত্র জানায়, “বঙ্গবন্ধুর জন্মদিনের অঙ্গীকার, সকল শিশুর সমান অধিকার, এই প্রতিপাদ্যকে সামনে রেখে শাহরাস্তি উপজেলা নির্বাহী অফিসার, বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট শিরীন আক্তারের সভাপ্রদানে এতে ভার্চুয়াল প্রোগ্রামে ভিডিও টেলিকনফারেন্সে (মার্কিন যুক্তরাষ্ট্র থেকে) প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী, মুক্তিযুদ্ধের কিংবদন্তি ১ নং সেক্টরের সেক্টর কমান্ডার, বাংলা একাডেমি সাহিত্য পুরস্কারে ভূষিত, নৌ -পরিবহন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মেজর (অবঃ) রফিকুল ইসলাম বীর উত্তম ।
তিনি তার বক্তব্যে বলেন, বঙ্গবন্ধুর জন্ম হয়েছে বলে আজ স্বাধীন বাংলাদেশের মানচিত্র অর্জন করতে আমরা সক্ষম হয়েছি। পরবর্তীতে স্বাধীনতা যুদ্ধে বঙ্গবন্ধুর বলিষ্ঠ নেতৃত্ব, ৭ই  মার্চের ভাষণের  মহত্ব ও তাৎপর্য  বাংলাদেশকে এগিয়ে নেওয়ার যে শক্তি মহাপরিকল্পনা হাতে নিয়েছিলেন সেটি আজও আমাদেরকে অনুপ্রাণিত করে। ওই ধারাবাহিকতায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সময়োপযোগী সিদ্ধান্ত যুক্ত করে যে উন্নয়ন মহা পরিকল্পনা হাতে নিয়েছে নিশ্চিত বাংলাদেশ বিশ্ব দরবারে উন্নয়নশীল রাষ্ট্র হিসেবে শীঘ্রই পরিগণিত হবে।
আজ জাতীয় শিশু দিবসের নতুন প্রজন্মকে বঙ্গবন্ধুর বর্ণাঢ্য জীবন এবং আদর্শ সম্পর্কে জানান দেওয়ার  প্রয়াস অনস্বীকার্য। তাহলে এ আয়োজন সার্থক ও সফল হবে। পরিশেষে তিনি উপজেলা প্রশাসন, সংশ্লিষ্ট জনপ্রতিনিধি, মুক্তিযুদ্ধা, বিশিষ্ট জন, গণমাধ্যম কর্মীদেরকে ধন্যবাদ জানিয়ে বক্তব্য শেষ করেন।
উপজেলা সহকারি প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ জহিরুল ইসলামের সঞ্চালনায় এতে অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান নাছরিন জাহান চৌধুরী শেফালী, পৌর মেয়র আলহাজ্ব আব্দুল লতিফ, সহকারী কমিশনার (ভূমি) আমজাদ হোসেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান তোফায়েল আহমেদ ইরান, মহিলা ভাইস চেয়ারম্যান কামরুন্নাহার কাজল, শাহরাস্তি মডেল থানা অফিসার ইনচার্জ ওসি আব্দুল মান্নান, উপজেলা আ’লীগের ভারপ্রাপ্ত সভাপতি চেয়ারম্যান মোস্তফা কামাল মজুমদার, শাহরাস্তি প্রেসকাবের সভাপতি কাজী হুমায়ুন কবির, মুক্তিযোদ্ধা ডাক্তার খোরশেদ আলম, পল্লী বিদ্যুতের ডিজিএম মোবারক হোসেন, উপজেলা লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক জেড এম আনোয়ার, প্রমুখ বক্তব্য রাখেন।
এছাড়া দশটি ইউপির চেয়ারম্যান, পৌরসভার কাউন্সিলর, সরকারি কর্মকর্তা-কর্মচারী, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান প্রধানগণ, শিক্ষক-শিক্ষার্থী, উপজেলার বিভিন্ন এলাকা থেকে আগত নানান শ্রেণী-পেশার মানুষ এতে অংশগ্রহণ করেন।
উল্লেখ্য, দিবসটি উপলক্ষে কমপ্লেক্স চত্বরে শাহরাস্তি  প্রশাসনের আয়োজনে সরকারের উন্নয়ন চিত্র ভবিষ্যৎ ভাবনা উপস্থাপনের জন্য ৩০ টি স্টল স্থাপন করা হয়েছে । আগামী সাত দিন এটি (মেলা) সর্বসাধারণের জন্য উন্মুক্ত রাখা হবে। ওই স্টলগুলোতে যেকোনো নাগরিক সেবা গ্রহণ, অজানা তথ্য, সরকারের উন্নয়ন চিত্র সম্পর্কে বিস্তারিত জানা ও সেবা গ্রহণ করতে পারবেন। পরিশেষে উপজেলা নির্বাহী অফিসার শিরীন আক্তার সভা প্রদানের বক্তব্য বঙ্গবন্ধুর জন্মদিন ও জাতীয় শিশু দিবসের আয়োজিত অনুষ্ঠান সম্পর্কে বিশদ ব্যাখ্যা প্রদান করেন।
আয়োজিত অনুষ্ঠান সুন্দর সার্থকভাবে সম্পূর্ণ করার প্রত্যাশায় সকলকে ধন্যবাদের সহিত কৃতজ্ঞতা প্রকাশ করে সভার কার্যক্রম সমাপ্তি করেন।
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

স্কুলের শ্রেণিকক্ষে ‘আপত্তিকর’ অবস্থায় ছাত্রীসহ প্রধান শিক্ষক আটক

শাহরাস্তিতে বর্ণাঢ্য আয়োজনে বঙ্গবন্ধুর জন্মদিন ও জাতীয় শিশু দিবস উদযাপন

আপডেট সময় : ১০:০৫:৩০ পূর্বাহ্ন, শুক্রবার, ১৮ মার্চ ২০২২
মোঃ মাসুদ রানা : চাঁদপুরের শাহরাস্তিতে বর্ণাঢ্য আয়োজনে বঙ্গবন্ধুর ১০২তম জন্মদিন ও জাতীয় শিশু দিবস যথাযোগ্য মর্যাদায় উদযাপন করা হয়েছে।
দিবসটি উপলক্ষে উপজেলা কমপ্লেক্স আলোকসজ্জা, প্রথম প্রহরে বঙ্গবন্ধুর ম্যুরালে পুষ্পস্তবক অর্পণ,মু‌ক্তির উৎসব ও সুবর্ণজয়ন্তী উন্নয়ন মেলার শুভ উ‌দ্বোধন,  র‌্যা‌লি ও বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা জ্ঞাপন ,মস‌জিদ, ম‌ন্দির ও বি‌ভিন্ন আশ্রয়ণ প্রকল্পের গৃহে বসবাসকারী পরিবারদের  মা‌ঝে মি‌ষ্টান্ন বিতরণ, আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং  পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
বৃহস্পতিবার সকালে(১৭- মার্চ) শাহরাস্তি উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ চত্বরে এটি অনুষ্ঠিত হয়। সংশ্লিষ্ট সূত্র জানায়, “বঙ্গবন্ধুর জন্মদিনের অঙ্গীকার, সকল শিশুর সমান অধিকার, এই প্রতিপাদ্যকে সামনে রেখে শাহরাস্তি উপজেলা নির্বাহী অফিসার, বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট শিরীন আক্তারের সভাপ্রদানে এতে ভার্চুয়াল প্রোগ্রামে ভিডিও টেলিকনফারেন্সে (মার্কিন যুক্তরাষ্ট্র থেকে) প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী, মুক্তিযুদ্ধের কিংবদন্তি ১ নং সেক্টরের সেক্টর কমান্ডার, বাংলা একাডেমি সাহিত্য পুরস্কারে ভূষিত, নৌ -পরিবহন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মেজর (অবঃ) রফিকুল ইসলাম বীর উত্তম ।
তিনি তার বক্তব্যে বলেন, বঙ্গবন্ধুর জন্ম হয়েছে বলে আজ স্বাধীন বাংলাদেশের মানচিত্র অর্জন করতে আমরা সক্ষম হয়েছি। পরবর্তীতে স্বাধীনতা যুদ্ধে বঙ্গবন্ধুর বলিষ্ঠ নেতৃত্ব, ৭ই  মার্চের ভাষণের  মহত্ব ও তাৎপর্য  বাংলাদেশকে এগিয়ে নেওয়ার যে শক্তি মহাপরিকল্পনা হাতে নিয়েছিলেন সেটি আজও আমাদেরকে অনুপ্রাণিত করে। ওই ধারাবাহিকতায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সময়োপযোগী সিদ্ধান্ত যুক্ত করে যে উন্নয়ন মহা পরিকল্পনা হাতে নিয়েছে নিশ্চিত বাংলাদেশ বিশ্ব দরবারে উন্নয়নশীল রাষ্ট্র হিসেবে শীঘ্রই পরিগণিত হবে।
আজ জাতীয় শিশু দিবসের নতুন প্রজন্মকে বঙ্গবন্ধুর বর্ণাঢ্য জীবন এবং আদর্শ সম্পর্কে জানান দেওয়ার  প্রয়াস অনস্বীকার্য। তাহলে এ আয়োজন সার্থক ও সফল হবে। পরিশেষে তিনি উপজেলা প্রশাসন, সংশ্লিষ্ট জনপ্রতিনিধি, মুক্তিযুদ্ধা, বিশিষ্ট জন, গণমাধ্যম কর্মীদেরকে ধন্যবাদ জানিয়ে বক্তব্য শেষ করেন।
উপজেলা সহকারি প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ জহিরুল ইসলামের সঞ্চালনায় এতে অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান নাছরিন জাহান চৌধুরী শেফালী, পৌর মেয়র আলহাজ্ব আব্দুল লতিফ, সহকারী কমিশনার (ভূমি) আমজাদ হোসেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান তোফায়েল আহমেদ ইরান, মহিলা ভাইস চেয়ারম্যান কামরুন্নাহার কাজল, শাহরাস্তি মডেল থানা অফিসার ইনচার্জ ওসি আব্দুল মান্নান, উপজেলা আ’লীগের ভারপ্রাপ্ত সভাপতি চেয়ারম্যান মোস্তফা কামাল মজুমদার, শাহরাস্তি প্রেসকাবের সভাপতি কাজী হুমায়ুন কবির, মুক্তিযোদ্ধা ডাক্তার খোরশেদ আলম, পল্লী বিদ্যুতের ডিজিএম মোবারক হোসেন, উপজেলা লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক জেড এম আনোয়ার, প্রমুখ বক্তব্য রাখেন।
এছাড়া দশটি ইউপির চেয়ারম্যান, পৌরসভার কাউন্সিলর, সরকারি কর্মকর্তা-কর্মচারী, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান প্রধানগণ, শিক্ষক-শিক্ষার্থী, উপজেলার বিভিন্ন এলাকা থেকে আগত নানান শ্রেণী-পেশার মানুষ এতে অংশগ্রহণ করেন।
উল্লেখ্য, দিবসটি উপলক্ষে কমপ্লেক্স চত্বরে শাহরাস্তি  প্রশাসনের আয়োজনে সরকারের উন্নয়ন চিত্র ভবিষ্যৎ ভাবনা উপস্থাপনের জন্য ৩০ টি স্টল স্থাপন করা হয়েছে । আগামী সাত দিন এটি (মেলা) সর্বসাধারণের জন্য উন্মুক্ত রাখা হবে। ওই স্টলগুলোতে যেকোনো নাগরিক সেবা গ্রহণ, অজানা তথ্য, সরকারের উন্নয়ন চিত্র সম্পর্কে বিস্তারিত জানা ও সেবা গ্রহণ করতে পারবেন। পরিশেষে উপজেলা নির্বাহী অফিসার শিরীন আক্তার সভা প্রদানের বক্তব্য বঙ্গবন্ধুর জন্মদিন ও জাতীয় শিশু দিবসের আয়োজিত অনুষ্ঠান সম্পর্কে বিশদ ব্যাখ্যা প্রদান করেন।
আয়োজিত অনুষ্ঠান সুন্দর সার্থকভাবে সম্পূর্ণ করার প্রত্যাশায় সকলকে ধন্যবাদের সহিত কৃতজ্ঞতা প্রকাশ করে সভার কার্যক্রম সমাপ্তি করেন।