মাসুদ হোসেন : চাঁদপুর সদর উপজেলার মহামায়া বাজারে তিন দোকানিকে ১১ হাজার টাকা জরিমানা করেছে চাঁদপুর জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। পুরাতন মূল্য তালিকা, অপরিষ্কার স্থানে খাবার তৈরি ও ভোজ্য তেল নিয়ে অসাধু কার্যক্রম নিয়ে অনিয়মের অভিযোগের অপরাধে এই জরিমানা করা হয়।
সোমবার (২৮ মার্চ) মহামায়া বাজারে অভিযান চালিয়ে থানা পুলিশ সদস্যদের সহযোগিতায় মনির সুইটমিট এন্ড রেস্টুরেন্টকে ৫ হাজার, মতিন পাটওয়ারী স্টোরকে ৩ হাজার ও অন্য একটি ব্যবসা প্রতিষ্ঠানকে ৩ হাজার টাকাসহ মোট ১১ হাজার টাকা জরিমানা করেন চাঁদপুর জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক নুর হোসেন।
এ বিষয়ে নুর হোসেন জানান, পুরাতন মূল্য তালিকা, অপরিষ্কার স্থানে খাবার তৈরি ও ভোজ্য তেলসহ অন্যান্য নিত্য প্রয়োজনীয় পণ্যের পাইকারি ও খুচরা বাজারে ভোক্তা অধিদপ্তরের অভিযান পরিচালিত হয়েছে।
অভিযানকালে ভোক্তা স্বার্থ বিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকায় মোট ৩ দোকানিকে ১১ হাজার টাকা জরিমানা করা হয়। ভোক্তা স্বার্থ সংরক্ষণে অধিদপ্তরের অভিযান চলছে এবং এ ধারা অব্যাহত থাকবে বলে জানান তিনি।