মোঃ রাছেল, কচুয়া : চাঁদপুরের কচুয়ায় পুলিশের বিশেষ অভিযানে ০৪ কেজি গাঁজাসহ মো: মিজান মোল্লা (৩৭) নামের এক মাদক কারবারিকে আটক করা হয়েছে।
আটককৃত মিজান মোল্লা শরিয়তপুর সদর উপজেলার বড় সোনা মুখী মোল্লা বাড়ির মতিউর রহমানের ছেলে।
রবিবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে কচুয়া থানা পুলিশের উপ-পরিদর্শক মোঃ আব্দুল রাজ্জাক ও সহ-উপ-পরিদর্শক সাগর সেন সঙ্গীয় র্ফোস নিয়ে চাঁদপুর- কুমিল্লা আঞ্চালিক মহাসড়কের কচুয়া থানাধীন জগতপুর কুটুম বাড়ি সংলগ্ন বোগদাদ বাসে তল্লাসি চালিয়ে মিজান মোল্লার কাছ থেকে ০৪ কেজি গাঁজা জব্দ করে।
গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহিউদ্দিন।