মাসুদ হোসেন : চাঁদপুর সদর উপজেলার ৪নং শাহমাহমুদপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৯নং ওয়ার্ডে বিজয়ী হয়েছেন সাংবাদিক মোঃ কবির হোসেন রনি।
গত ১১ নভেম্বর অনুষ্ঠিত শাহমাহমুদপুর ইউপি নির্বাচনে ৯নং ওয়ার্ডের বিমলেরগাঁও, দাসেরগাঁও ও রনবলিয়া গ্রামের নবনির্বাচিত ইউপি সদস্য কবির হোসেন রনি বৈদ্যুতিক পাখা প্রতীক নিয়ে ৪২১ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্ধি বর্তমান মেম্বার আনোয়ার হোসেন খোকা পাটওয়ারী টিউবওয়েল প্রতীক নিয়ে ২৫৪ ভোট পান।
নবনির্বাচিত মেম্বার মোঃ কবির হোসেন রনি গত ইউপি নির্বাচনেও একই প্রতীক নিয়ে নির্বাচনে অংশ নিয়ে অল্প কয়েক ভোটে পরাজিত হন। এবারে নির্বাচনে তিনি ওয়ার্ডবাসীর মূল্যবান ভোটে জয়যুক্ত হয়েছেন। তিনি ৯নং ওয়ার্ডের ইউপি সদস্য নির্বাচিত হওয়ায় ওয়ার্ডের ভোটার ও সর্বস্তরের জনগনের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।