সজিব খান : চাঁদপুরের জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ বলেছেন, জনগণের মন নিয়ে জনসেবা করতে হবে।
রবিবার (২২ মে) সকালে ভূমি সপ্তাহ উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
জেলা প্রশাসক বলেন, জনগণ সেবা নিতে এসো যেন হয়রানি না হয় সেদিকে অবশ্যই খেয়াল রাখতে হবে। জনগণ যে নায্য সুবিধা তা দিতে হবে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) ও স্থানীয় সরকারের উপ-পরিচালক দাউদ হোসেন চৌধুরী এবং সঞ্চালনার দায়িত্ব পালন করেন সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আখতার জাহান সাথী।
এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. ইমতিয়াজ হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোছাম্মৎ রাশেদা আক্তার, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট নাছির উদ্দিন সরোয়ার, সিনিয়র সহকারি কমিশনার সুচিত্র রঞ্জন দাস, সহকারি কমিশনার শারমিন আক্তার, সহকারি কমিশনার (ভূমি) মুহাম্মদ হেলাল চৌধুরী, প্রেসক্লাবের সাবেক সভাপতি ইকবাল হোসেন পাটওয়ারী প্রমূখ।
উদ্বোধন অনুষ্ঠান শেষে চাঁদপুর সদর উপজেলার আমেনা বেগম,আবুল কালামকে খারিজ খতিয়ান এবং গিয়াসউদ্দিনকে সহিমোহর নকল বিতরণ করা হয়।শাহআলম ও আলাউদ্দিন মৃধাকে নিস্পত্তিকৃত এলএ কেইসের ক্ষতিপূরণের চেক প্রদান করা হয়। এছাড়াও ইসমাইল, মনির হোসেন, হামজা, শাহ মীরন ও মো. কাউসারকে খতিয়ানের সার্টিফাইড কপি বিতরণ করা হয়।