মাসুদ হোসেন : পণ্যের গায়ে খুচরা বিক্রয় মূল্য না থাকা ও ওজনে কম দেয়ার দায়ে চাঁদপুর শহরের পাল বাজারে তিন ব্যবসা প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা করেছে চাঁদপুর জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
রবিবার (২২ মে) পণ্যের গায়ে খুচরা বিক্রয় মূল্য না থাকায় চাঁদপুর শহরের পাল বাজারের তানিশা মিনি কসমেটিকসকে ১ হাজার ও মরিয়ম স্টোরকে ৪ হাজার টাকা এবং ওজনে কারচুপির অপরাধে সুইট হোমকে ৫ হাজার টাকাসহ সর্বমোট ১০ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করেন চাঁদপুর জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক নুর হোসেন।
এ সময় তিনি বলেন, বাণিজ্য মন্ত্রণালয়ের সার্বিক তত্ত্বাবধানে এবং জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালকের অর্পিত ক্ষমতাবলে, জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশের নির্দেশনায় এই অভিযান পরিচালনা করা হয়েছে।
ৃএছাড়াও ভোক্তা অধিকারের স্বার্থে এ অভিযান চলমান থাকবে। উক্ত অভিযানগুলোতে সার্বিকভাবে সহযোগিতা করেন চাঁদপুর সদর মডেল থানার পুলিশ সদস্যরা।