মোঃ রাছেল : চাঁদপুরের কচুয়ায় পুলিশের বিশেষ অভিযানে ৫হাজার পিস ইয়াবা ও ২কেজি গাঁজাসহ তিন মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে।
গ্রেফতারকৃতরা হলেন- শরিয়তপুর জেলার সদর থানার দক্ষিন আটং ইউনিয়নের সৈয়দ বাবুল হোসেনের পুত্র সৈয়দ মেহেদী হাসান(২৯), কুমিল্লা জেলার লাইমাই থানার (জহির হজুরের বাড়ির) মৃত আক্তারুজ্জামানের পুত্র ইকবাল হোসেন (৩৬) একই থানার খন্দকার বাড়ির মোঃ মানিক খন্দকারের পুত্র সুমন খন্দকার (৪৩)।
রবিবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে কচুয়া থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) সুদীপ্ত শাহীন ও সহ-উপ-পরিদর্শক (এএসআই) সাগর সেন সঙ্গীয় র্ফোস নিয়ে চাঁদপুর- কুমিল্লা আঞ্চালিক মহাসড়কের কচুয়া থানাধীন খাজুরিয়া লক্ষীপুর অর্পিতা ষ্টোর চায়ের দোকান সংলগ্ন চেকপোষ্ট বসিয়ে চাঁদপুরগামী বোগদাদ বাসে তল্লাসি চালিয়ে সৈয়দ মেহেদী হাসানের কাছ থেকে ৫ হাজার পিস ইয়াবা উদ্ধার করেন এবং সিএনজি তল্লাসি চালিয়ে ইকবাল হোসেন ও সুমন খন্দকারের কাছ থেকে ২ কেজি গাঁজা উদ্ধার করে।
গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহিউদ্দিন।