মোজাম্মেল প্রধান হাসিব:যথাযথ মর্যাদায় ও বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে স্বাধীনতার মহান স্থপতি বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭ তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালন করেছে মতলব দক্ষিণ উপজেলার কাশিমপুর পূরণ উচ্চ বিদ্যালয়। কর্মসূচির মধ্যে ছিল ১৫ আগস্ট সূর্যোদয়ের সাথে সাথে জাতীয় পতাকা ও কালো পতাকা উত্তোলন করে অর্ধনমিত রাখা, শোক র্যালী, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, চিত্রাঙ্কন প্রতিযোগিতা, রচানা প্রতিযোগিতা, কবিতা আবৃত্তি প্রতিযোগিতা, পুরস্কার বিতরণ, আলোচনা সভা, দোয়া ও মুনাজাত।
আলোচনা সভায় বিদ্যালয়ের প্রধান শিক্ষক দীপংকর চন্দ্র সরকারের সভাপতিত্বে এবং সহকারি শিক্ষক রফিকুল ইসলামের উপস্থাপনায় বক্তব্য রাখেন বিদ্যালয় ম্যানেজিং কমিটির অভিভাবক সদস্য নাছির উদ্দিন প্রধান, মোখলেছুর রহমান, বিদ্যুৎসাহী সদস্য মোবারক হোসেন, সহকারি শিক্ষক তাজুল ইসলাম বিএসসি, বেলাল হোসাইন, আতিকুর রহমান, মিজানুর রহমান, বিশ^জিৎ কুমার প্রমুখ। পরে বিভিন্ন প্রতিযোগীতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করেন অতিথিবৃন্দ। আলোচনা সভা শেষে দোয়া ও মুনাজাত করা হয় এবং বিশেষ তবারক বিতরণ করা হয়।