মতলব উত্তর ব্যুরো : মতলব উত্তর উপজেলার ‘আল্লাহর দান কল্যাণ ট্রাষ্ট’ এর উদ্যোগে অসহায় দুস্থদের মাঝে আর্থিক সহায়তা প্রদান করা হয়। উপজেলার সাদুল্লাপুর ইউনিয়নের মুক্তিরকান্দি গ্রামের কৃতিসন্তান বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ কাতার শাখার সভাপতি ও বাংলাদেশ কাতার চেম্বার অব কমার্স এর সাবেক সভাপতি আবুল কাশেম সরকার এর অর্থায়নে এলাকার অসহায় দুস্থদের সহায়তা করার লক্ষ্যে আল্লাহর দান কল্যাণ ট্রাষ্ট প্রতিষ্ঠা করেন।
বিভিন্ন গ্রামের অসহায় দুস্থদের মাঝে আর্থিক অনুদান প্রদান করা হয়। প্রতিমাসে তাদের নির্দিষ্ট হারে সহায়তা প্রদান করা হবে।
মঙ্গলবার সকালে আলহাজ্ব আব্দুল লতিফ স্মৃতি শিক্ষা কানন কিন্ডার গার্টেন স্কুল প্রাঙ্গণে আর্থিক সহায়তা প্রদান অনুষ্ঠানে টেলিকনফারেন্সে বক্তব্য রাখেন- আল্লাহর দান কল্যাণ ট্রাষ্ট এর প্রতিষ্ঠাতা আবুল কাশেম সরকার ও চেয়ারম্যান মিসেস রাজিয়া সুলতানা।
আবুল কাশেম সরকারের মা প্রবীণ রাজিয়া বেগমের সভাপতিত্বে বক্তব্য রাখেন আক্কাছ মেম্বার, জামাল হোসেন সরকার, মো. মাজহারুল ইসলাম মিথুন, সোহানা বেগম, রিপন হোসেন।
প্রতিষ্ঠাতা আবুল কাশেম সরকার বলেন, গরীব অসহায় দুস্থদের সহায়তা করার জন্যই এই ট্রাষ্ট করা হয়েছে।