চাঁদপুর প্রতিনিধি : হাজীগঞ্জে বিপুল পরিমাণ বিদেশী মদসহ ২ মাদককারবারী আটক করেছে থানা পুলিশ।
সোমবার সকালে এসআই মিসবাহুল আলম চৌধুরী ও এসআই প্রভাকর বড়ুয়া হাজীগঞ্জ বাজারের হলুদ পট্রির মুখ থেকে একটি সন্দেহজনক সিএনজিতে তল্লাশি চালিয়ে বিভিন্ন ব্র্যান্ডের ৫৭ বোতল বিদেশী মদসহ তাদের আটক করে।
আটককৃতরা হলো কুমিল্লা জেলার লাকসাম উপজেলার পশ্চিমগাঁও গ্রামের নিখিল সাহার ছেলে জীবন সাহা (৩১), বাজখালি গ্রামের মৃত ফুল মিয়ার ছেলে রুবেল হোসেন (৩০)।
হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ জোবাইর সৈয়দ জানান, আটককৃতদের বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের করে আদালতে প্রেরণ করা হয়েছে। মাদক, কিশোর গ্যাং, জঙ্গীবাদ ও সকল অসামাজিক কাজের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে।