ঢাকা ০৬:৫৯ পূর্বাহ্ন, বুধবার, ২৭ সেপ্টেম্বর ২০২৩, ১২ আশ্বিন ১৪৩০ বঙ্গাব্দ

নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল বাস, আহত ১৮

পঞ্চগড়ের তেঁতুলিয়ায় যাত্রীবাহী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গিয়ে অন্তত ১৮ জন যাত্রী আহত হয়েছেন।

মঙ্গলবার (২৩ মে) দুপুরে পঞ্চগড় বাংলাবান্ধা মহাসড়কের মাঝিপাড়ার ডাহুক ব্রিজের কয়েক শ মিটার সামনে এই দুর্ঘটনা ঘটে।

স্থানীয়রা জানায়, পঞ্চগড় থেকে যাত্রী নিয়ে তেঁতুলিয়ার উদ্দেশ্যে যাচ্ছিল ‘ফোর সিস্টার’ নামের যাত্রীবাহী বাস। এদিকে ঝড়ো হাওয়া শুরু হয়। বেপরোয়া গতিতে যাওয়ার পথে মাঝিপাড়া এলাকার ডাহুক ব্রিজ পাড় হয়ে কয়েক শ মিটার যাওয়ার পরেই বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গিয়ে পড়ে সড়কের ডান পাশে।

এতে ওই বাসের অন্তত ১৮ জন যাত্রী আহত হন। আহতদের হাইওয়ে পুলিশ ও স্থানীয়রা উদ্ধার করে তেঁতুলিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে ৭ জনকে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়। এই ৭ জনের মধ্যে অপু (২৫) ও আব্দুল হক (৪৫) নামের দুই ব্যক্তির অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

তেঁতুলিয়া হাইওয়ে থানার উপপরিদর্শক ফরহাদ আলম গণমাধ্যমকে বলেন, নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি উল্টে গিয়ে অনেক যাত্রী আহত হয়েছেন। স্থানীয়দের সহযোগিতায় তাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। দুর্ঘটনার কারণ অনুসন্ধান করছি আমরা।

আরো পড়ুন  এবার সেই উপস্থাপক নাহিদের খোঁজে নামছে ডিবি
ট্যাগস :

সকল আলেমদের মুক্তি না দিলে আগামী ৭ অক্টোবর ঢাকায় বৃহত্তর সমাবেশ : মাওলানা খুরশিদ আলম কাসেমী

error: Content is protected !!

নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল বাস, আহত ১৮

আপডেট সময় : ১০:০১:১৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ মে ২০২৩

পঞ্চগড়ের তেঁতুলিয়ায় যাত্রীবাহী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গিয়ে অন্তত ১৮ জন যাত্রী আহত হয়েছেন।

মঙ্গলবার (২৩ মে) দুপুরে পঞ্চগড় বাংলাবান্ধা মহাসড়কের মাঝিপাড়ার ডাহুক ব্রিজের কয়েক শ মিটার সামনে এই দুর্ঘটনা ঘটে।

স্থানীয়রা জানায়, পঞ্চগড় থেকে যাত্রী নিয়ে তেঁতুলিয়ার উদ্দেশ্যে যাচ্ছিল ‘ফোর সিস্টার’ নামের যাত্রীবাহী বাস। এদিকে ঝড়ো হাওয়া শুরু হয়। বেপরোয়া গতিতে যাওয়ার পথে মাঝিপাড়া এলাকার ডাহুক ব্রিজ পাড় হয়ে কয়েক শ মিটার যাওয়ার পরেই বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গিয়ে পড়ে সড়কের ডান পাশে।

এতে ওই বাসের অন্তত ১৮ জন যাত্রী আহত হন। আহতদের হাইওয়ে পুলিশ ও স্থানীয়রা উদ্ধার করে তেঁতুলিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে ৭ জনকে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়। এই ৭ জনের মধ্যে অপু (২৫) ও আব্দুল হক (৪৫) নামের দুই ব্যক্তির অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

তেঁতুলিয়া হাইওয়ে থানার উপপরিদর্শক ফরহাদ আলম গণমাধ্যমকে বলেন, নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি উল্টে গিয়ে অনেক যাত্রী আহত হয়েছেন। স্থানীয়দের সহযোগিতায় তাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। দুর্ঘটনার কারণ অনুসন্ধান করছি আমরা।

আরো পড়ুন  এবার সেই উপস্থাপক নাহিদের খোঁজে নামছে ডিবি