শাহরাস্তিতে সাংসদ মেজর (অব.) রফিকুল ইসলাম বীর উত্তমকে শাহরাস্তি উপজেলা সপ্রাবি শিক্ষক সমিতি ফুলেল শুভেচছায় অভিষিক্ত করে সংবর্ধনা দিয়েছেন।
বৃহস্পতিবার শাহরাস্তি উপজেলা পরিষদ মিলনায়তনে শাহরাস্তি উপজেলা সপ্রাবি সমিতি এটির আয়োজন করে।
সংশ্লিষ্ট সূত্র জানায়, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী, মুক্তিযুদ্ধের ১ নং সেক্টর কমান্ডার, বাংলা একাডেমি সাহিত্য পুরস্কারে ভূষিত, ৫ম বারের মত চাঁদপুর -৫ হাজীগঞ্জ শাহরাস্তি আসনে সাংসদ নির্বাচিত হওয়ায় সমিতির নেতৃবৃন্দ ফুলেল শুভেচ্ছায় অভিষিক্ত করে এই সংবর্ধনা দেয়।
ওই সময় অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান নাসরিন জাহান চৌধুরী শেফালী, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান তোফায়েল আহমেদ ইরান, উপজেলা আওয়ামী লীগের আইনবিষয়ক সম্পাদক এড. ইলিয়াস মিন্টু।
এ সময় ওই শিক্ষক সমিতির ভারপ্রাপ্ত সভাপতি মোঃ হুমায়ুন কবির ও জেলা প্রাথমিক শিক্ষক সমিতি এবং উপজেলা শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মোঃ জাহাঙ্গীর আলম এর নেতৃত্বে আরো উপস্থিত ছিলেন, সংগঠনের জেলা কমিটির সদস্য মোহাম্মদ জাকির হোসেন ভূঁইয়া, টামটা উত্তর ইউপি সভাপতি ওয়ারুক সরকারী সপ্রাবির প্রধান শিক্ষক মোঃ মুজিবুর রহমান, সুয়াপাড়া সপ্রাবির প্রধান শিক্ষক ও জেলা কমিটির সদস্য মোঃ আখতারুজ্জামান, জেলা সদস্য মোঃ শিবলী সাজ্জাদ প্রমূখ উপস্থিত ছিলেন।