শাহরাস্তিতে ৩দিন ব্যাপী কৃষি মেলার শুভ উদ্ভোধন করা হয়েছে।
মঙ্গলবার (১৩- ফেব্রুয়ারি) শাহরাস্তি উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে পরিষদ কমপ্লেক্স চত্বরে এটির শুভ উদ্বোধন করা হয়।
কৃষিই সমৃদ্ধি এ প্রতিপাদ্যকে সামনে রেখে নোয়াখালী, লক্ষীপুর, চট্টগ্রাম, ফেনী, চাঁদপুর কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় এ মেলায় শাহরাস্তি উপজেলা নির্বাহী অফিসার বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট মো: ইয়াসির আরাফাতের সভাপ্রদানে ও উপজেলা কৃষি অফিসার ও কৃষিবিদ আয়সা আক্তারের সার্বিক সহযোগিতায় ভার্চুয়ালি টেলি কনফারেন্সে এতে প্রধান অতিথি হিসেবে এটির শুভ উদ্বোধন করেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী, মুক্তিযুদ্ধের কিংবদন্তি ১নং সেক্টরের সেক্টর কমান্ডার, মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মেজর অব. রফিকুল ইসলাম বীর উত্তম এমপি।
তিনি বক্তব্য বলেন, বর্তমানে বৈশ্বিক ও দেশে নানাবিধ সংকটের মধ্যেও প্রধানমন্ত্রী শেখ হাসিনা কৃষিক্ষেত্রে সর্বোচ্চ প্রণোদনা অব্যাহত রেখেছেন। যার ফলে খাদ্য উৎপাদনে অনেকাংশে দেশ স্বনির্ভরতা অর্জন করেছে।
এছাড়া দেশে বিদেশে উদ্ভাবিত আধুনিক বৈজ্ঞানিক সুযোগ-সুবিধা কৃষি উৎপাদনে কাজে লাগাতে হবে। একই সঙ্গে খাদ্যর উৎপাদন বাড়িয়ে স্বদেশকে স্বয়ংসম্পন্ন করার পরামর্শ দেন।
এছাড়া সরকারি কৃষি প্রণোদনা যেন একজন প্রকৃত কৃষক পেয়ে উপকৃত হয় সেদিকে সংশ্লিষ্টদের দৃষ্টি রাখার তাগিদ দেন।
এ সময় কৃষি অফিসার আয়েশা আক্তার আমন্ত্রিত অতিথিদের মেলা প্রাঙ্গণে স্থাপিত স্টল ঘুরিয়ে দেখান। অত্র উপজেলায় বিগত দিনে কৃষিক্ষেত্রে অর্জনের তথ্যাদি তুলে ধরেন।
এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান কামরুন নাহার কাজল, উপজেলা আলীগের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি চেয়ারম্যান মোস্তফা কামাল মজুমদার, উপজেলা আলীগের সাধারণ সম্পাদক জেড এম আনোয়ার, উপজেলা উদ্ভিদ সংরক্ষণ অফিসার কৃষ্ণ চন্দ্র দাস, শাহরাস্তি উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ মোহাম্মদ আবদুল্লাহ আল শামীম, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা কাজী মোঃ রুহুল আমিন, টামটা উত্তর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ ওমর ফারুক দর্জি, শাহরাস্তি প্রেসক্লাব সভাপতি মোঃ হাবিবুর রহমান ভুইঁয়া, সাধারণ সম্পাদক নোমান হোসেন আখন্দ, উপজেলা আনসার কোম্পানি কমান্ডার আবদুস সাত্তার মজুমদার প্রমুখ।
সংশ্লিষ্ট সূত্র আরো জানা যায়, ৩ দিনব্যাপী কৃষি প্রযুক্তি আধুনিক যন্ত্রপাতি প্রদর্শিত মেলায় ১১ টি স্টল অংশগ্রহণ করে।