শাহরাস্তিতে চলতি অর্থবছরে খরিপ মৌসুমে কৃষি প্রণোদনা কর্মসূচীর আওতায় রোপা আমন ধানের আবাদ বৃদ্ধির জন্য ৪শ’৫০ জন ও সাম্প্রতিক ঘূর্ণিঝড় রেমাল ক্ষতিগ্রস্থ ২শ’ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনা মূল্যে বীজ ও সার এবং ৩শ’৫০ জন কৃষকের মাঝে নারিকেল চারা বিতরণ করা হয়েছে।
কৃষিই সমৃদ্ধি এই প্রতিপাদ্যকে সামনে রেখে, বুধবার দুপুরে শাহরাস্তি উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে পরিষদ মিলন আয়তনে এ কৃষি প্রণোদনা বিতরণ করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট মো: ইয়াসির আরাফাতের সভাপ্রধানে এতে প্রধান অতিথি হিসেবে এ কার্যক্রমের শুভ উদ্বোধন করেন, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী , মুক্তিযুদ্ধের কিংবদন্তি ১ নং সেক্টরের সেক্টর কমান্ডার,মুক্তিযোদ্ধা মন্ত্রণালয় বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি, নৌ পরিবহন মন্ত্রণালয় এবং পরিকল্পনা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য মেজর অব. রফিকুল ইসলাম বীর উত্তম এমপি।
এসময় উপস্থিত ছিলেন শাহরাস্তি উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান আলহাজ্ব ইঞ্জি: মকবুল হোসেন পাটোয়ারী, ভাইস চেয়ারম্যান ইমদাদুল হক মিলন, মহিলা ভাইস চেয়ারম্যান হাসিনা আক্তার, শাহরাস্তি থানার অফিসার ইনচার্জ ওসি মোহাম্মদ আলমগীর হোসেন, পৌর মেয়র আলহাজ্ব আব্দুল লতিফ, মেহের ডিগ্রি কলেজের অধ্যক্ষ মোঃ মিজানুর রহমান, চেয়ারম্যান মোস্তফা কামাল মজুমদার, উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক জেড এম আনোয়ার হোসেন, শাহরাস্তি উপজেলা আবাসিক মেডিকেল অফিসার ডা: অচিন্ত্য কুমার চক্রবর্তী, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা কাজী হুমায়রা, উপজেলা উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ অফিসার কৃষ্ণ চন্দ্র দাস, সাংসদের একান্ত সহকারি মশিউর রহমান শাহিন, পৌরসভা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহবুব আলম চৌধুরী, ইউপি চেয়ারম্যান ওমর ফারুক দর্জিসহ, প্রশাসনের বিভিন্ন দফতরে কর্মকর্তা-কর্মচারী, মুক্তিযোদ্ধা, রাজনৈতিক ব্যক্তিত্ব, গণমাধ্যম কর্মী, সুশীল সমাজের ব্যক্তিবর্গ সুবিধাভোগী প্রান্তিক পর্যায়ে কৃষক উপস্থিত ছিলেন।
কৃষিবিদ আয়েশা আক্তার জানান, রোপা আমন ধানের আবাদ বৃদ্ধির জন্য ৪ শত ৫০ জন, ও সাম্প্রতিক ঘূর্ণিঝড় রেমাল ক্ষতিগ্রস্ত ২ শত জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে জনপ্রতি আমন ধানবীজ ৫ কেজি, ডিএপি- ১০ কেজি ও এমওপি ৫ কেজি বিনামূল্যে বিতরণ করা হয়েছে।
এছাড়াও ৩ শত ৫০ জন কৃষকের মাঝে নারিকেল চারা বিতরণ করা হয়েছে।
সংশ্লিষ্টরা আরো জানায়, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, শাহরাস্তি, চাঁদপুর কর্তৃক বাস্তবায়নাধীন কৃষি বান্ধব সরকার দেশের কৃষি উৎপাদন বৃদ্ধি এবং কৃষকের অবস্থার উন্নতির লক্ষে এই কার্যক্রম বাস্তবায়ন করছে।