ঢাকা ০৩:৫৯ অপরাহ্ন, রবিবার, ০৬ অক্টোবর ২০২৪, ২১ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ

শাহরাস্তিতে সিএনজি থ্রী হুইলার চোর ও সাজাপ্রাপ্ত আসামিসহ ৪ জন আটক

শাহরাস্তিতে সিএনজি থ্রী হুইলার চোর ও সাজাপ্রাপ্ত আসামিসহ ৪ অভিযুক্ত আসামিকে আটক করেছে পুলিশ।
বৃহস্পতিবার দিবাগতরাত পৌরসভা শুয়াপাড়া এলাকার ছাদেকিয়া মাদ্রাসার পশ্চিম পাশের আমির হোসেনের গৃহের উঠান থেকে একটি সিএনজি থ্রী হুইলার চুরির সময় পুলিশ চোর চক্রের এক সদস্যকে জনতার সহযোগিতায় হাতেনাতে  আটক করে।
আটককৃত হাফিজুর রহমান (২৫)হবিগঞ্জ জেলা সদরের বড় বহুলা গ্রামের মৃত আহাম্মদ আলীর পুত্র।
পরে পুলিশ অভিযুক্ত হাফিজুরের বিরুদ্ধে শাহরাস্তি মডেল থানায় একটি মামলা রুজু করে  নং-১, তারিখ- ০১ মার্চ, ২০২৪; জি আর নং-৩৩।
এদিকে শুক্রবার  পুলিশ আরেকটি অভিযানে দুইজন সিআর পরোয়ানাভুক্ত ০২ আসামীকে আটক করে।
ওই দিন শাহরাস্তি থানার অফিসার ইনর্চাজ ওসি মোহাম্মদ আলমগীর হোসেনের দিক-নিদের্শনায় এসআই নিঃ মোঃ জুলিফিকার আলী, এএসআই নিঃ আমির হোসাইন সঙ্গীয় ফোর্সসহ একটি অভিযান পরিচালনা করে। এতে নারী ও শিশু মামলা নং-১৯৫/২৩, ধারা-নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ (সংশোধীত/০৩) এর ১১ (গ) এর আসামী সাগর হোসেন, পিতা-আমির হোসেন, সাং-কর্ণপাড়া, পোঃ কাদরা বাজার এবং সিআর-১৮৮/২২ (শাহরাস্তি) ধারা-যৌতুক নিরোধ আইনের ৩ এর আসামী মোঃ ফরিদ, পিতা-মঞ্জুর আহমেদকে আটক করে।
এদিকে গত বুধবার শাহরাস্তি মডেল থানার এএসআই নিঃ মোঃ ইউনুছ মিয়া সঙ্গীয় ফোর্সসহ ৬ মাসের সাজা প্রাপ্ত এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে।
সে পৌরসভার ভিংরা মহল্লার পাটওয়ারী বাড়ির মুমিনুল হক পাটওয়ারীর পুত্র আসামী আনোয়ার হোসেন।
অভিযুক্ত আনোয়ার ৬ মাসের কারাদন্ড এবং ১হাজার টাকা অর্থদন্ড অন্যথায় ০৫ দিনের বিনাশ্রম কারাদন্ড জিআর-২৩৯/১৮ শাহরাস্তি থানার মামলা নং-০৪, তাং-০৮/১২/২০১৮, ধারা-মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ১৯৯০ এর ১৯(১) এর টেবিল ৯(ক) ও ৭(ক) এর সাজাপ্রাপ্ত পলাতক আসামী।
অভিযুক্ত আসামিদেরকে পুলিশ  এসকর্টের মাধ্যমে বিজ্ঞ আদালতে সোপর্দ করে।
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

মতলব উত্তরে ইমামের রাজকীয় বিদায়

শাহরাস্তিতে সিএনজি থ্রী হুইলার চোর ও সাজাপ্রাপ্ত আসামিসহ ৪ জন আটক

আপডেট সময় : ১২:০৯:১৪ পূর্বাহ্ন, শনিবার, ২ মার্চ ২০২৪
শাহরাস্তিতে সিএনজি থ্রী হুইলার চোর ও সাজাপ্রাপ্ত আসামিসহ ৪ অভিযুক্ত আসামিকে আটক করেছে পুলিশ।
বৃহস্পতিবার দিবাগতরাত পৌরসভা শুয়াপাড়া এলাকার ছাদেকিয়া মাদ্রাসার পশ্চিম পাশের আমির হোসেনের গৃহের উঠান থেকে একটি সিএনজি থ্রী হুইলার চুরির সময় পুলিশ চোর চক্রের এক সদস্যকে জনতার সহযোগিতায় হাতেনাতে  আটক করে।
আটককৃত হাফিজুর রহমান (২৫)হবিগঞ্জ জেলা সদরের বড় বহুলা গ্রামের মৃত আহাম্মদ আলীর পুত্র।
পরে পুলিশ অভিযুক্ত হাফিজুরের বিরুদ্ধে শাহরাস্তি মডেল থানায় একটি মামলা রুজু করে  নং-১, তারিখ- ০১ মার্চ, ২০২৪; জি আর নং-৩৩।
এদিকে শুক্রবার  পুলিশ আরেকটি অভিযানে দুইজন সিআর পরোয়ানাভুক্ত ০২ আসামীকে আটক করে।
ওই দিন শাহরাস্তি থানার অফিসার ইনর্চাজ ওসি মোহাম্মদ আলমগীর হোসেনের দিক-নিদের্শনায় এসআই নিঃ মোঃ জুলিফিকার আলী, এএসআই নিঃ আমির হোসাইন সঙ্গীয় ফোর্সসহ একটি অভিযান পরিচালনা করে। এতে নারী ও শিশু মামলা নং-১৯৫/২৩, ধারা-নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ (সংশোধীত/০৩) এর ১১ (গ) এর আসামী সাগর হোসেন, পিতা-আমির হোসেন, সাং-কর্ণপাড়া, পোঃ কাদরা বাজার এবং সিআর-১৮৮/২২ (শাহরাস্তি) ধারা-যৌতুক নিরোধ আইনের ৩ এর আসামী মোঃ ফরিদ, পিতা-মঞ্জুর আহমেদকে আটক করে।
এদিকে গত বুধবার শাহরাস্তি মডেল থানার এএসআই নিঃ মোঃ ইউনুছ মিয়া সঙ্গীয় ফোর্সসহ ৬ মাসের সাজা প্রাপ্ত এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে।
সে পৌরসভার ভিংরা মহল্লার পাটওয়ারী বাড়ির মুমিনুল হক পাটওয়ারীর পুত্র আসামী আনোয়ার হোসেন।
অভিযুক্ত আনোয়ার ৬ মাসের কারাদন্ড এবং ১হাজার টাকা অর্থদন্ড অন্যথায় ০৫ দিনের বিনাশ্রম কারাদন্ড জিআর-২৩৯/১৮ শাহরাস্তি থানার মামলা নং-০৪, তাং-০৮/১২/২০১৮, ধারা-মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ১৯৯০ এর ১৯(১) এর টেবিল ৯(ক) ও ৭(ক) এর সাজাপ্রাপ্ত পলাতক আসামী।
অভিযুক্ত আসামিদেরকে পুলিশ  এসকর্টের মাধ্যমে বিজ্ঞ আদালতে সোপর্দ করে।