ঢাকা ১০:৩২ পূর্বাহ্ন, সোমবার, ০৯ সেপ্টেম্বর ২০২৪, ২৫ ভাদ্র ১৪৩১ বঙ্গাব্দ

চাঁদপুরে রফরফ ও বোগদাদিয়া লঞ্চের সংঘর্ষে অর্ধ শতাধিত যাত্রী আহত

চাঁদপুরে যাত্রীবাহি লঞ্চ এমভি-রফরফের সাথে যাত্রীবাহি লঞ্চ এমভি-বোগদাদিয়া-৯, লঞ্চটি নিয়ন্ত্রন হারিয়ে আসা প্রচন্ড গতিতে সংঘর্ষের ঘটনায় এমভি-রফরফের ব্যাপক ক্ষতিসাধন হয়েছে। এ ঘটনায় কমপক্ষে অর্ধ শতাধিত যাত্রী আঘাত প্রাপ্ত হয়ে মারাত্বক ভাবে আহত হয়। আহতদের মধ্যে মারাত্বক আহত ১০জন যাত্রীকে চাঁদপুর সরকারী জেনারেল হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেওয়া হয়। বাকী আহতদের স্থানীয় ভাবে ও লঞ্চে থাকা মেডিসিনের মাধ্যমে ফাস্টটিটের দিয়ে চিকিৎসা ব্যবস্থার মাধ্যমে চিকিৎসা দেওয়া হয়। পরে তাদের ঢাকায় গন্তব্যের উর্দ্দেশে পাঠানো হয়।

Model Hospital

এ ঘটনাটি ঘটেছে, সোমবার(২ সেপ্টেম্বর) দুপুর প্রায় ১২টায় শহরের মাদ্রাসা রোডস্থ নৌ-টার্মিনাল ঘাটে। এ ঘটনায় নৌ-থানায় একটি সাধারন ডায়েরী করা হয়েছে বলে নৌ-থানার পুলিশ জানান।

চাঁদপুর নৌ-টার্মিনালে দায়িত্বরত লঞ্চ মালিকদের প্রতিনিধিরা জানান,চাঁদপুর নৌ-টামিনাল ঘাটে যাত্রীবাহি লঞ্চ এমভি-রফরফ নোঙ্গর করে বেধেঁ রেখে যাত্রী উঠাচ্ছিল ছিল। হঠাৎ দুপুর অনুমান ১২টায় ঢাকা থেকে যাত্রী নিয়ে ্্আসা ঈদগাও যাওয়া যাত্রীবাহি লঞ্চ এমভি-বোগদাদিয়া-৯, তার নিয়ন্ত্রন হারিয়ে ব্যাপক গতিতে এসে যাত্রীবাহি লঞ্চ যাত্রীনিয়ে অবস্থান করা অবস্থায় লঞ্চ রফরফকে প্রচন্ড ভাবে আঘাত করে।

এতে করে তাৎক্ষনিক লঞ্চে থাকা অপ্রস্তুত যাত্রীরা লঞ্চে ভিতরে ছিটকে পড়ে লোহার সাথে মারাত্বক ভাবে আঘাত প্রাপ্ত হয়ে মারাত্বক ভাবে আহত হয়।

এ সময় যাত্রীরা বেগতিক অবস্থার দিক চিন্তা করে লঞ্চে থাকা যাত্রীরা এদিক সেদিক ছুটাছুটি করে ও অনেকে নদীতে লাফিয়ে পড়ে জীবন বাঁচাতে। এ ঘটনায় লঞ্চে থাকা যাত্রীদের মধ্যে থেকে কমপক্ষে ্অর্ধ শতাধিক যাত্রী মারাত্বক ভাবে আহত হয়। এদিকে তাৎক্ষনিক নৌ-টার্মিনালে থাকা লঞ্চ স্টাফরা নৌ-পুলিশ যাত্রীদের উদ্ধারে এগিয়ে এসে যাত্রীদেরকে উদ্ধার করে এবং তাদেরকে প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করে তাদের গন্তব্যে যাওয়া ব্যবস্থা করেন।

এ ঘটনায় মারাত্বক আহত ১০জনকে সরকারী হাসপাতালে চিকিৎসার জন্য পাঠিয়ে চিকিৎসা দেওয়া হয়েছে বলে পুলিশ সূত্রে ও নৌ-টার্মিনালে অবস্থানরত টিআই মো: শাহআলম জানান। পরে ২টি লঞ্চের সুভার ভাইজার, মালিক পক্ষের লোকজন ও নৌ-পুলিশের সহায়তায় আলোচনা সাপেক্ষে তাদের ক্ষতিপূরন বুঝে পেয়ে ২টি লঞ্চ চাঁদপুর নৌ-টার্মিনালন থেকে সমজোতার ভিত্তিতে চাঁদপুর নৌ-ঘাট ত্যাগ করেন ঢাকার উর্দ্দেশে ছেড়ে আসে বলে জানান, নৌ-থানার অফিসার ইনচার্জ মো: মনিরুজ্জামান মনির।

এ ঘটনায় প্রত্যক্ষ দর্শি যাত্রী ফরিদগঞ্জের রাবেয়া বেগম ও সদর উপজেলার আশিকাঠির শ্রমিকের কাজ করা মনির মিয়া জানান,যাত্রীরা ঢাকা যাওয়ার জন্য লঞ্চে উঠে বসে ছিল। হঠাৎ বোগদাদিয়া লঞ্চ শুনেছি রফরফকে প্রচন্ড ভাবে আঘাত করায় যাত্রীরা আতংকিত হড়ে পড়ে। অনেকে ছিটকে পড়ে ও ছুটাছুটি করতে গিয়ে আহত হয়েছে।

এ বিষয়ে নৌ-টার্মিনালের বিআইডব্লিওটিআই এর (টিআই) টাফিক ইন্সিশপেক্টর মো: শাহ আলম জাানান, ২টি লঞ্চের সংঘর্ষে একটি লঞ্চের কিছু ক্ষতিসাধন হয়। এ ঘটনায় আতংকিত হয়ে যাত্রী আহত হয়েছে। আহতদের বিচকিৎসা দিয়ে গন্তব্যে পাঠানা হয়েছে। তবে বড় ধরনের কোন ক্ষতি হয়নি।

এ বিষয়ে নৌ-টার্মিনালে অবস্থানরত নৌ-থানার অফিসার ইনচার্জ মো: মনিরুজ্জামান মনির ২টি লঞ্চের মধ্যে ধাক্কআ লেগে রফরফ লঞ্চের কিছু ক্ষতিসাধন হয়েছে। যাত্রী তেমন আহত হয়নি। অল্প কিছু যাত্রী আহত হয়েছে। পরে ২টি রঞ্চের মালিক প্রতিনিধিরা বসে সমাধান করে বিষয়টি নিস্পত্তি করেছে।

ট্যাগস :

হাজীগঞ্জ ডিগ্রি কলেজের প্রতিষ্ঠাতা সদস্য নির্বাচিত হলেন মোস্তফা মজুমদার সুমন

চাঁদপুরে রফরফ ও বোগদাদিয়া লঞ্চের সংঘর্ষে অর্ধ শতাধিত যাত্রী আহত

আপডেট সময় : ১০:৪৯:৩৮ অপরাহ্ন, সোমবার, ২ সেপ্টেম্বর ২০২৪

চাঁদপুরে যাত্রীবাহি লঞ্চ এমভি-রফরফের সাথে যাত্রীবাহি লঞ্চ এমভি-বোগদাদিয়া-৯, লঞ্চটি নিয়ন্ত্রন হারিয়ে আসা প্রচন্ড গতিতে সংঘর্ষের ঘটনায় এমভি-রফরফের ব্যাপক ক্ষতিসাধন হয়েছে। এ ঘটনায় কমপক্ষে অর্ধ শতাধিত যাত্রী আঘাত প্রাপ্ত হয়ে মারাত্বক ভাবে আহত হয়। আহতদের মধ্যে মারাত্বক আহত ১০জন যাত্রীকে চাঁদপুর সরকারী জেনারেল হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেওয়া হয়। বাকী আহতদের স্থানীয় ভাবে ও লঞ্চে থাকা মেডিসিনের মাধ্যমে ফাস্টটিটের দিয়ে চিকিৎসা ব্যবস্থার মাধ্যমে চিকিৎসা দেওয়া হয়। পরে তাদের ঢাকায় গন্তব্যের উর্দ্দেশে পাঠানো হয়।

Model Hospital

এ ঘটনাটি ঘটেছে, সোমবার(২ সেপ্টেম্বর) দুপুর প্রায় ১২টায় শহরের মাদ্রাসা রোডস্থ নৌ-টার্মিনাল ঘাটে। এ ঘটনায় নৌ-থানায় একটি সাধারন ডায়েরী করা হয়েছে বলে নৌ-থানার পুলিশ জানান।

চাঁদপুর নৌ-টার্মিনালে দায়িত্বরত লঞ্চ মালিকদের প্রতিনিধিরা জানান,চাঁদপুর নৌ-টামিনাল ঘাটে যাত্রীবাহি লঞ্চ এমভি-রফরফ নোঙ্গর করে বেধেঁ রেখে যাত্রী উঠাচ্ছিল ছিল। হঠাৎ দুপুর অনুমান ১২টায় ঢাকা থেকে যাত্রী নিয়ে ্্আসা ঈদগাও যাওয়া যাত্রীবাহি লঞ্চ এমভি-বোগদাদিয়া-৯, তার নিয়ন্ত্রন হারিয়ে ব্যাপক গতিতে এসে যাত্রীবাহি লঞ্চ যাত্রীনিয়ে অবস্থান করা অবস্থায় লঞ্চ রফরফকে প্রচন্ড ভাবে আঘাত করে।

এতে করে তাৎক্ষনিক লঞ্চে থাকা অপ্রস্তুত যাত্রীরা লঞ্চে ভিতরে ছিটকে পড়ে লোহার সাথে মারাত্বক ভাবে আঘাত প্রাপ্ত হয়ে মারাত্বক ভাবে আহত হয়।

এ সময় যাত্রীরা বেগতিক অবস্থার দিক চিন্তা করে লঞ্চে থাকা যাত্রীরা এদিক সেদিক ছুটাছুটি করে ও অনেকে নদীতে লাফিয়ে পড়ে জীবন বাঁচাতে। এ ঘটনায় লঞ্চে থাকা যাত্রীদের মধ্যে থেকে কমপক্ষে ্অর্ধ শতাধিক যাত্রী মারাত্বক ভাবে আহত হয়। এদিকে তাৎক্ষনিক নৌ-টার্মিনালে থাকা লঞ্চ স্টাফরা নৌ-পুলিশ যাত্রীদের উদ্ধারে এগিয়ে এসে যাত্রীদেরকে উদ্ধার করে এবং তাদেরকে প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করে তাদের গন্তব্যে যাওয়া ব্যবস্থা করেন।

এ ঘটনায় মারাত্বক আহত ১০জনকে সরকারী হাসপাতালে চিকিৎসার জন্য পাঠিয়ে চিকিৎসা দেওয়া হয়েছে বলে পুলিশ সূত্রে ও নৌ-টার্মিনালে অবস্থানরত টিআই মো: শাহআলম জানান। পরে ২টি লঞ্চের সুভার ভাইজার, মালিক পক্ষের লোকজন ও নৌ-পুলিশের সহায়তায় আলোচনা সাপেক্ষে তাদের ক্ষতিপূরন বুঝে পেয়ে ২টি লঞ্চ চাঁদপুর নৌ-টার্মিনালন থেকে সমজোতার ভিত্তিতে চাঁদপুর নৌ-ঘাট ত্যাগ করেন ঢাকার উর্দ্দেশে ছেড়ে আসে বলে জানান, নৌ-থানার অফিসার ইনচার্জ মো: মনিরুজ্জামান মনির।

এ ঘটনায় প্রত্যক্ষ দর্শি যাত্রী ফরিদগঞ্জের রাবেয়া বেগম ও সদর উপজেলার আশিকাঠির শ্রমিকের কাজ করা মনির মিয়া জানান,যাত্রীরা ঢাকা যাওয়ার জন্য লঞ্চে উঠে বসে ছিল। হঠাৎ বোগদাদিয়া লঞ্চ শুনেছি রফরফকে প্রচন্ড ভাবে আঘাত করায় যাত্রীরা আতংকিত হড়ে পড়ে। অনেকে ছিটকে পড়ে ও ছুটাছুটি করতে গিয়ে আহত হয়েছে।

এ বিষয়ে নৌ-টার্মিনালের বিআইডব্লিওটিআই এর (টিআই) টাফিক ইন্সিশপেক্টর মো: শাহ আলম জাানান, ২টি লঞ্চের সংঘর্ষে একটি লঞ্চের কিছু ক্ষতিসাধন হয়। এ ঘটনায় আতংকিত হয়ে যাত্রী আহত হয়েছে। আহতদের বিচকিৎসা দিয়ে গন্তব্যে পাঠানা হয়েছে। তবে বড় ধরনের কোন ক্ষতি হয়নি।

এ বিষয়ে নৌ-টার্মিনালে অবস্থানরত নৌ-থানার অফিসার ইনচার্জ মো: মনিরুজ্জামান মনির ২টি লঞ্চের মধ্যে ধাক্কআ লেগে রফরফ লঞ্চের কিছু ক্ষতিসাধন হয়েছে। যাত্রী তেমন আহত হয়নি। অল্প কিছু যাত্রী আহত হয়েছে। পরে ২টি রঞ্চের মালিক প্রতিনিধিরা বসে সমাধান করে বিষয়টি নিস্পত্তি করেছে।