শাহরাস্তিতে এসিল্যান্ড অফিসের তৃতীয় তলার উর্দ্ধমুখী সম্প্রসারণ ও নবনির্মিত রেকর্ডরুমসহ কয়েকটি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করেছেন চাঁদপুর জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মোহসীন উদ্দিন।
শনিবার দিনভর কর্মসূচিতে তিনি সকালে শাহরাস্তি পৌরসহরের সাহাপুর ভূমি অফিসের কার্যালয় এলে উপজেলা নির্বাহী অফিসার ও ভিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ ইয়াসির আরাফাত ও সহকারী কমিশনার ভূমি, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রেজওয়ানা চৌধুরী ফুলেল শুভেচ্ছায় সিক্ত করেন তাকে।
উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ ইয়াসির আরাফাতের পরিকল্পনায় ও সহকারী কমিশনার ভূমি রেজওয়ানা চৌধুরীর প্রস্তাবনায় অত্র কার্যালয়ের বেশ কিছু উন্নয়ন প্রকল্প সম্পন্ন করা হয়।
যার মধ্যে শাহরাস্তিতে ভূমি সেবা গ্রহণে আগত সেবা গ্রহিতাদের জন্য প্রতীক্ষালয় “ধূপছায়া,”সৌন্দর্য বর্ধনে ফলদ ও বনজ গাছের বাগান, অত্র কার্যালয়ের নথিপত্র সংরক্ষণে রেকর্ডরুম, ওয়াকওয়ে প্রকল্পের শুভ উদ্বোধন করেন জেলা প্রশাসক।
ওই সময় তিনি তাৎক্ষণিক প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে বলেন,সকল কিছুই গোছানো এবং সুন্দরভাবে সম্পন্ন হয়েছে। এ উন্নয়ন কর্মকান্ডের সুফল সেবা গ্রহিতারা ও পরবর্তী প্রশাসনের কর্মকর্তারা পাবেন।
তিনি ব্যতিক্রমধর্মী কর্মকাণ্ড জন্য সংশ্লিষ্ট প্রশাসনকে ধন্যবাদ জানান।
পরে দুপুরে শাহরাস্তি উপজেলা নির্বাহী অফিসারের পরিকল্পনা ও বাস্তবায়নে নির্মিতব্য উপজেলা প্রশাসন লাইব্রেরি শুভ উদ্বোধন করে পরিদর্শন বইতে জেলা প্রশাসক অনুভূতি প্রকাশ করে। তাৎক্ষণিক বক্তব্যে তিনি এমন উদ্যোগকে সাধুবাদ জানান।
শাহরাস্তি উপজেলা নির্বাহী অফিসারকে আগামী প্রজন্মের জন্য মেধা বিকাশে জ্ঞানের এই সুতিগার তৈরীর জন্য ধন্যবাদ জানান।
এরপর উপজেলা নির্বাহী অফিসারের বাসভবনের সৌন্দর্যবর্ধন কাজের উদ্বোধন করেন।
পরিশেষে তিনি কৃষি উন্নয়নে রাগৈ ভাসমান সেচ প্রকল্পের সরজমিনে পরিদর্শন করেন জেলা প্রশাসক।