ঢাকা ১২:৪৭ অপরাহ্ন, বুধবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৫, ২৩ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ
বার্ষিক ক্রীড়া

হাজীগঞ্জ চিলড্রেন একাডেমির সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

অতিথিদের সাথে হাজীগঞ্জ চিলড্রেন একাডেমির বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও সংবর্ধিত মেধাবী শিক্ষার্থীরা।

চিলড্রেন একাডেমির বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়েছে।

বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) একাডেমি মাঠে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ক্ষুদে শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রিফাত জাহান। এর আগে তিনি শিক্ষার্থী ও অভিভাবকদের উদ্দ্যেশ্যে দিক-নির্দেশনামূলক বক্তব্য রাখেন।

একাডেমির কার্যকরি সভাপতি মোহাম্মদ সেলিম ভুঞার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, হাজীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি হাসান মাহমুদ, কিন্ডারগার্টেন এসোসিয়েশনের সাধারণ সম্পাদক সবুজ ভদ্র, পরিচালকদের মধ্য রতন চন্দ্র ভৌমিক, সঞ্জয় কুমার লোধ, অভিজিৎ সাহা অভি, শ্যামল চন্দ্র সাহা, বাবুল সাহা, মেহেদী হাসান ফিরোজ ও সাইফুল ইসলাম প্রমুখ।

শুরুতেই স্বাগত বক্তব্য রাখেন, অধ্যক্ষ উত্তম কুমার সূত্রধর। সহকারী শিক্ষক কাউসার আলম ও অর্পিতা ভৌমিকের যৌথ উপস্থাপনায় অনুষ্ঠানের পবিত্র কোরআন মাজিদ থেকে তেলওয়াত ও গীতা থেকে পাঠ এবং উপস্থিতির সমবেত কন্ঠে জাতীয় সংগীত পরিবেশন করা হয়। এরপর কবিতা আবৃত্তি করেন উপাধ্যক্ষ রাশিদা বেগম এবং শিক্ষার্থীদের অংশগ্রহণে নৃত্য ও সংগীত পরিবেশন করা হয়।

Model Hospital

পরে অতিথিদের বক্তব্য শেষে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার এবং মেধাবী শিক্ষার্থীদের হাতে ফুল ও সম্মাননা ক্রেস্ট তুলে দেন, প্রধান অতিথি রিফাত জাহানসহ অন্যান্য অতিথিবৃন্দ। এসময় একাডেমির পরিচালক আব্দুল্লাহ আল মাহমুদ, দেলোয়ার হোসেন খোকন, খালেদুর রহমান বাবু, আব্দুল্লাহ আল মামুন সবুজ, আবদুল আল আমিন বাদল, শিমুল কুমার সাহা ও শ্যামল কৃষ্ণ ধরসহ অন্যান্য অতিথিবৃন্দ, বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবকসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, ‘আনন্দময় শিক্ষা, গড়ে তোলে শিশুর অনাবিল ভবিষ্যৎ’ এই শ্লোগানে হাজীগঞ্জ চিলড্রেন একাডেমির বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়।

হাজীগঞ্জ পৌরসভাধীন ৫নং ওয়ার্ডে সরকারি প্রাথমিক শিক্ষা প্রতিষ্ঠান নেই। যার ফলে এলাকার শিক্ষার প্রসারে এবং মানসম্মত ও আনন্দময় শিক্ষা প্রদানের লক্ষ্যে ২০০৭ সাল থেকে প্রতিষ্ঠানটি কার্যক্রম শুরু হয়।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

৩ জনকে ছাড়িয়ে নিতে থানায় হামলা বৈষম্যবিরোধী শিক্ষার্থীদের

বার্ষিক ক্রীড়া

হাজীগঞ্জ চিলড্রেন একাডেমির সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

আপডেট সময় : ০৮:১৭:২১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জানুয়ারী ২০২৫

চিলড্রেন একাডেমির বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়েছে।

বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) একাডেমি মাঠে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ক্ষুদে শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রিফাত জাহান। এর আগে তিনি শিক্ষার্থী ও অভিভাবকদের উদ্দ্যেশ্যে দিক-নির্দেশনামূলক বক্তব্য রাখেন।

একাডেমির কার্যকরি সভাপতি মোহাম্মদ সেলিম ভুঞার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, হাজীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি হাসান মাহমুদ, কিন্ডারগার্টেন এসোসিয়েশনের সাধারণ সম্পাদক সবুজ ভদ্র, পরিচালকদের মধ্য রতন চন্দ্র ভৌমিক, সঞ্জয় কুমার লোধ, অভিজিৎ সাহা অভি, শ্যামল চন্দ্র সাহা, বাবুল সাহা, মেহেদী হাসান ফিরোজ ও সাইফুল ইসলাম প্রমুখ।

শুরুতেই স্বাগত বক্তব্য রাখেন, অধ্যক্ষ উত্তম কুমার সূত্রধর। সহকারী শিক্ষক কাউসার আলম ও অর্পিতা ভৌমিকের যৌথ উপস্থাপনায় অনুষ্ঠানের পবিত্র কোরআন মাজিদ থেকে তেলওয়াত ও গীতা থেকে পাঠ এবং উপস্থিতির সমবেত কন্ঠে জাতীয় সংগীত পরিবেশন করা হয়। এরপর কবিতা আবৃত্তি করেন উপাধ্যক্ষ রাশিদা বেগম এবং শিক্ষার্থীদের অংশগ্রহণে নৃত্য ও সংগীত পরিবেশন করা হয়।

Model Hospital

পরে অতিথিদের বক্তব্য শেষে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার এবং মেধাবী শিক্ষার্থীদের হাতে ফুল ও সম্মাননা ক্রেস্ট তুলে দেন, প্রধান অতিথি রিফাত জাহানসহ অন্যান্য অতিথিবৃন্দ। এসময় একাডেমির পরিচালক আব্দুল্লাহ আল মাহমুদ, দেলোয়ার হোসেন খোকন, খালেদুর রহমান বাবু, আব্দুল্লাহ আল মামুন সবুজ, আবদুল আল আমিন বাদল, শিমুল কুমার সাহা ও শ্যামল কৃষ্ণ ধরসহ অন্যান্য অতিথিবৃন্দ, বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবকসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, ‘আনন্দময় শিক্ষা, গড়ে তোলে শিশুর অনাবিল ভবিষ্যৎ’ এই শ্লোগানে হাজীগঞ্জ চিলড্রেন একাডেমির বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়।

হাজীগঞ্জ পৌরসভাধীন ৫নং ওয়ার্ডে সরকারি প্রাথমিক শিক্ষা প্রতিষ্ঠান নেই। যার ফলে এলাকার শিক্ষার প্রসারে এবং মানসম্মত ও আনন্দময় শিক্ষা প্রদানের লক্ষ্যে ২০০৭ সাল থেকে প্রতিষ্ঠানটি কার্যক্রম শুরু হয়।