সজীব খান : চাঁদপুর সদর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে অনলাইন ভিত্তিক কৈশোরবান্ধব আবৃত্তি প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার সদর উপজেলা পরিষদে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ নূরুল ইসলাম দেওয়ান ও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সানজিদা সাহনাজ। উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা সাজেদা বেগমের সার্বিক তত্ত্ববধায়নে উপস্থিত ছিলেন উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা শারমিন আক্তার,উপজেলা তথ্য সেবা কর্মকর্তা ( তথ্য আপা) ফাতেমা বিনতে হানিফসহ উপজেলার চিকিৎসকবৃন্দ এবং পুরস্কারপ্রাপ্ত প্রতিযোগীগণ।
আয়োজনঃ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, চাঁদপুর সদর। ‘কৈশোরবান্ধব উপজেলা চাঁদপুর সদর’ প্রকল্পের আওতায় অনলাইনে এই প্রতিযোগিতা আয়োজিত অংশগ্রহণকারী ২৪ জনের মধ্যে ৪ জন পুরস্কারের জন্য মনোনীত করা হয়।