চাঁদপুরের জেলা প্রশাসক বলেছেন, যারা সমাজের জন্য কাজ করেছেন। এখন আর আমাদের মাঝে নেই তাদের স্মরণে দোয়া ও আলোচনা একটি মহৎকাজ। গুণী মানুষদের প্রয়াত হলেও সবসময় স্মরণ করা প্রয়োজন। এতে অন্যরাও সমাজের জন্য কাজ করতে উদ্ভুদ্ধ হয়।

চাঁদপুর টেলিভিশন সাংবাদিক ফোরাম তাদের দুজন প্রয়াত সদস্যের স্মরণে যে আয়োজন করেছে এজন্য বিশেষ ধন্যবাদ জানান জেলা প্রশাসক মোঃ মোহসীন উদ্দিন। বৃহস্পতিবার (১৩ মার্চ) চাঁদপুর টেলিভিশন ফোরাম আয়োজিত স্মরণ সভা দোয়া ইফতার অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
গুজব সৃষ্টিকারীদের নিয়ন্ত্রণে আনতে হবে বলে মন্তব্য করেন চাঁদপুর জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিক।
বৃহস্পতিবার (১৩ মার্চ) চাঁদপুর টেলিভিশন ফোরাম আয়োজিত স্মরণ সভা দোয়া ইফতার অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।

এ সময় তিনি আরো বলেন ফ্যাসিবাদী উত্থানের সহযোগিতা করা হচ্ছে গুজব সৃষ্টি করা বা ভিত্তিহীন সংবাদ ছড়ানো। যা সামাজিক যোগাযোগ মাধ্যম ও ইউটিউব কন্টেন্ট ক্রিয়েটরের মাধ্যমে সবচেয়ে বেশি হয়ে থাকে। জেলা প্রশাসন ও জেলা পুলিশ প্রশাসনকে এ বিষয়ে পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান এ সময় তিনি।
টেলিভিশন ফোরাম সাংবাদিক নেতৃবৃন্দের কাছে তিনি আহবান জানান যে সংবাদ প্রচারে জেলার অপপ্রচার হয় সেসব সংবাদ যেন না প্রচার করা হয়।
অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন, পুলিশ সুপার মুহাম্মদ আব্দুর রকিব, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাখাওয়াত জামিল সৈকত, উপজেলা ভূমি কর্মকর্তা আল ইমরান খান, জেলা জামাতে ইসলামী সহকারি সেক্রেটারি জাহাঙ্গীর হোসেন প্রদান, ইসলামী আন্দোলন বাংলাদেশের কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মোঃ জয়নাল আবেদীন, জামাতের পৌর কমিটির আমির মোঃ শাজাহান খান, গাছতলা দরবার শরীফের পীর খাজা অলিউল্লাহ, প্রেসক্লাব সভাপতি রহিম বাদশা, সাবেক টেলিভিশন ফোরাম সভাপতি আল ইমরান শোভন, চাঁদপুর ফটো জার্নালিস্ট এশোসিয়েশন এর সাধারণ সম্পাদক শাওন পাটওয়ারী।
এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চাঁদপুর খবর পত্রিকার প্রকাশক ও সম্পাদক সোহেল রুজদি, চাঁদপুর দর্পণ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক শরীফ চৌধুরী, চাঁদপুর কণ্ঠ পত্রিকা প্রধান সম্পাদক কাজী শাহাদাৎ, দৈনিক প্রভাতী কাগজ পত্রিকার প্রকাশক ও সম্পাদক আব্দুল্লাহ আউয়াল রুবেল, দৈনিক আলোকিত চাঁদপুর সংবাদপত্রের প্রকাশক ও সম্পাদক জাকির হোসেন, সাপ্তাহিক চাঁদপুর কাগজ সংবাদপত্রের প্রকাশক ও সম্পাদক মনোয়ার কানন, দৈনিক ইলশেপাড় পত্রিকার প্রধান সম্পাদক মাহবুবুর রহমান সুমন, দৈনিক মেঘনা বার্তা পত্রিকার সম্পাদক গিয়াস উদ্দিন মিলনসহ বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা।
অনুষ্ঠানে চাঁদপুরের প্রয়াত সাংবাদিক শাহ মোহাম্মদ মাকসুদ ও ইকরাম চৌধুরীর স্মরণে স্মরণসভা অনুষ্ঠিত হয়। এছাড়াও রমজান মাস উপলক্ষে টেলিভিশন ফোরাম কর্তৃক কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা আয়োজন করা হয়। প্রতিযোগিতায় ১১ জন প্রতিযোগীকে পুরস্কৃত করা হয়।
আয়োজিত দোয়া অনুষ্ঠানে চাঁদপুরের টেলিভিশন সাংবাদিক ছাড়াও জেলায় কর্মরত বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।