স্টাফ রিপোর্টার : মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ড কুমিল্লা’র অধীন চাঁদপুর সদর উপজেলার ৪নং শাহমাহমুদপুর ইউনিয়নের শাহতলী জিলানী চিশতী কলেজে ২০২১ইং সালের এইচ.এস.সি পরীক্ষায় ৮জন জিপিএ ৫ (এ+) সহ সাফল্যজনক ফলাফল অর্জন করেছে।
১৩ফেব্রুয়ারী (রবিবার) সারাদেশে একযোগে এইচ.এস.সি পরীক্ষার প্রকাশিত ফলাফল অনুযায়ী শাহতলী জিলানী চিশতী কলেজ থেকে এইচ.এস.সি পরীক্ষা মোট ১শত ৭২জন পরীক্ষার্থী অংশগ্রহন করে ১শত ৫৩জন পরীক্ষার্থী উত্তীর্ণ হয়। পাশের হার শতকরা ৮৮.৯৫ ভাগ। এর মধ্যে এ+ গ্রেড পেয়েছে ৮জন, এ গেড পেয়েছে-৪৯জন, এ- গ্রেড পেয়েছে-৪৯জন, বি গ্রেড পেয়েছে-৩২জন, সি গ্রেড পেয়েছে-১৫জন।
এইচ.এস.সি পরীক্ষায় বিজ্ঞান বিভাগ থেকে এ+ প্রাপ্ত শিক্ষার্থী ০১। মো: হারুন অর রশিদ, পিতার নাম-আবু নওসুদ মুন্সি, মাতার নাম: হালিমা আক্তার, গ্রাম-বড় শাহতলী, পো-শাহতলী, উপজেলা-চাঁদপুর সদর, জেলা-চাঁদপুর, তার বোর্ড রোলনং-১৬১৩৯৯, ০২। মো: নাঈম আহমেদ, পিতার নাম-আবু নওসুদ মুন্সি, মাতার নাম: হালিমা আক্তার, গ্রাম-বড় শাহতলী, পো-শাহতলী, উপজেলা-চাঁদপুর সদর, জেলা-চাঁদপুর, তার বোর্ড রোলনং-১৬১৪০৫, ০৩। উর্মি জাহান তৃষা, পিতা-মো: জাকির হোসেন চৌধুরী, মাতার নাম-সীমা আক্তার, গ্রাম-বড় শাহতলী, পো-শাহতলী, উপজেলা-চাঁদপুর সদর, জেলা-চাঁদপুর, তার বোর্ড রোলনং-১৬১৩৯৫, ০৪। হোমায়রা আক্তার নিহা, পিতার নাম-কামাল হোসেন, মাতার নাম-তাহমিনা বেগম, গ্রাম-বড় শাহতলী, পো-শাহতলী, উপজেলা-চাঁদপুর সদর, জেলা-চাঁদপুর, তার বোর্ড রোলনং-১৬১৩৯৬।
মানবিক বিভাগ থেকে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীরা হলো: ০৫। হোসনেয়ারা আক্তার, পিতার নাম-ফখরুল ইসলাম পাটওয়ারী, মাতার নাম-মনোয়ারা বেগম, গ্রাম-পাইকদি, পো-শাহতলী, উপজেলা-চাঁদপুর সদর, জেলা-চাঁদপুর, তার বোর্ড রোলনং- ৩৭০০৬৭, ০৬। মাহমুদা আক্তার, পিতার নাম-ফখরুল ইসলাম পাটওয়ারী, মাতার নাম-মনোয়ারা বেগম, গ্রাম-পাইকদি, পো-শাহতলী, উপজেলা-চাঁদপুর সদর, জেলা-চাঁদপুর, তার বোর্ড রোলনং-৩৭০০৬৬।
ব্যবসায় শিক্ষা বিভাগ থেকে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীরা হলো: ০৭। অমিয় আক্তার, পিতার নাম-মো: আক্তার হোসেন পাটওয়ারী, মাতার নাম-সাহিদা বেগম, গ্রাম-বড় শাহতলী, পো-শাহতলী, উপজেলা-চাঁদপুর সদর, জেলা-চাঁদপুর, তার বোর্ড রোলনং-৫৬১৯০৮ ও ০৮। ইসরাত জাহান, পিতার নাম-সৈয়দ ফজলে গফুর, মাতার নাম-ফাতেমা বেগম, গ্রাম-আজগরা, পোÑউয়ারুক বাজার, উপজেলা-শাহরাস্তি, জেলা-চাঁদপুর, তার বোর্ড রোলনং- ৫৬১৮৯৮।
এদিকে, ২০২১ সালের এইচ.এস.সি পরীক্ষায় জিপিএ-৫ (এ+) প্রাপ্ত শিক্ষার্থী ও উত্তীর্ণ শিক্ষার্থীদের প্রানঢালা অভিনন্দন জানিয়েছেন জিলানী চিশতী কলেজ গভর্নিং বডির চেয়ারম্যান ও দৈনিক চাঁদপুর খবর পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক সোহেল রুশদী, কলেজ অধ্যক্ষ মো: হারুন-অর রশিদসহ সকল শিক্ষকবৃন্দ ও গভনির্ং বডির সদস্যবৃন্দ সেই সাথে জিপিএ-৫ (এ+) প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা দিবেন বলে জানান কলেজ গভর্নিং বডির চেয়ারম্যান সোহেল রুশদী ।