প্রেস বিজ্ঞপ্তি : মহান ভাষা আন্দোলনের ৭৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী ও মহান ২১ শে ফেব্রুয়ারী উদযাপন উপলক্ষে চাঁদপুর জেলা জাতীয় পার্টির উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
১৯ ফেব্রুয়ারী শনিবার বিকেলে চাঁদপুর শহরের ষোলঘরস্থ অ্যাডঃ আঃ লতিফ শেখের ল চেম্বারে অনুষ্ঠিত হয়।
অ্যাডঃ আঃ লতিফ শেখের সভাপতিত্বে ও জেলা জাতীয় যুব সংহতির আহবায়ক গোলামুন্নবী লিটনের পরিচালনায় উক্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন জেলা জাতীয় পাটির সদস্য মোঃ শাহজাহান মাতাব্বর, পৌর জাতীয় পাটির যুগ্ম আহবায়ক ইব্রাহিম দেওয়ান স্বপন, জাতীয় শ্রমিক পাটির সভাপতি আলহাজ্ব মোঃ নান্নু ভুইয়া, জেলা যুব সংহতির সদস্য সচিব মোঃ হান্নান ঢালী, জেলা জাতীয় ছাত্র সমাজের সদস্য সচিব অ্যাডঃ মোঃ আরিফ হোসেন প্রমুখ।
সভায় মহান ২১ শে ফেব্রুয়ারী উদযাপন উপলক্ষে আলোচনা সভা ও শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদনের সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
এদিকে আজ ২১ শে ফেব্রুয়ারীর প্রথম প্রহরে শহীদের প্রতি শ্রদ্ধা নিবেদনের জন্য চাঁদপুর জেলা জাতীয় পাটির সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের রাত ১১ টার মধ্যে হাসান আলী সরকারি উচ্চ বিদ্যালয়ের মাঠের অঙ্গীকার সন্মুখে উপস্থিত থাকতে এবং ২১ শে ফেব্রুয়ারী বিকেল ৩ টায় চাঁদপুর শহরের ষোলঘরস্হ অ্যাডঃ আঃ লতিফ শেখের ল’চেম্বারে আয়োজিত আলোচনা সভায় উপস্থিত হয়ে উল্লেখিত কর্মসূচী সফল করার জন্য অনুরোধ জানিয়েছেন জাতীয় পাটি কেন্দ্রীয় কমিটির প্রেসিডিয়াম সদস্য ও জেলা জাতীয় পাটির আহবায়ক এমরান হোসেন মিয়া।