মতলব উত্তর ব্যুরো : মতলব উত্তর উপজেলার কলাকান্দা ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী গোলাম কাদির মোল্লা বলেছেন, এবারের নির্বাচনে আমি জয়ী হয়ে ইউনিয়নের সকল উন্নয়ন কাজগুলো বাস্তবায়ন করবো। বর্তমান আওয়ামী লীগ সরকার উন্নয়নের সরকার। প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজের জীবন বাজি রেখে উন্নয়ন করছেন। সেই উন্নয়ন জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে এবারে যোগ্য প্রার্থীদের নৌকা প্রতীক দিয়েছেন। তাই আপনারা নৌকায় ভোট দিয়ে উন্নয়ন করার সুযোগ দিন।
মঙ্গলবার বিকালে উপজেলার সাতানী লতরদি বটতলায় আয়োজিত এক নির্বাচনী পথসভায় নৌকার প্রার্থী গোলাম কাদির মোল্লা এসব কথা বলেন। তিনি আরও বলেন, মাননীয় প্রধানমন্ত্রী দেখে শুনে যাচাই বাছাই করে নৌকা প্রতীক দিয়েছেন। এই নৌকা প্রতীক মুক্তিযুদ্ধের প্রতীক, জনগণের প্রতীক। তাই আসুন সবাই ঐক্যবদ্ধ হয়ে কাজ করে নৌকার বিজয় নিশ্চিত করি। নৌকায় ভোট দিয়ে আপনারা যদি আমাকে নির্বাচিত করেন তাহলে আগামী দিনে কলাকান্দা ইউনিয়নকে একটি মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তোলব। নৌকা প্রতীক পাওয়ায় তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। এবং পরিকল্পনা প্রতিমন্ত্রী ড. শামছুল আলম, চাঁদপুর-২ আসনের সংসদ সদস্য অ্যাড. নুরুল আমিন রুহুল ও কেন্দ্রীয় যুবলীগ নেতা এম ইসফাক আহসানকে ধন্যবাদ জ্ঞাপন করেন।
৯নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মোঃ শাহজাহান মিয়ার সভাপতিত্বে ও উপজেলা ছাত্রলীগ নেতা সাইফুল সরকারের পরিচালনায় আরো বক্তব্য রাখেন, কলাকান্দা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি এটিএম মজিবুর রহমান, ফতেপুর পশ্চিম ইউপি চেয়ারম্যান নুর মোহাম্মদ, উপজেলা যুবলীগের সভাপতি দেওয়ান জহির, কলাকান্দা ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক এসএম মনির হোসেন, যুগ্ম আহ্বায়ক বোরহার সরকার, জেলা ছাত্রলীগের সাবেক স্বাস্থ্য বিষয়ক সম্পাদক প্রভাষক মেহেদী মাসুদ, মুক্তিযোদ্ধা শামছুদ্দিন খান, মাওলানা আবু মুছা, যুবলীগ নেতা মনির হোসেন, সাবেক ছাত্রনেতা এসএম আসাদুজ্জামান সহ দলীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।