নিজস্ব প্রতিনিধি : ফরিদগঞ্জ উপজেলার আসন্ন ১ নং বালিথুবা পশ্চিম ইউপি নির্বাচনে নৌকার প্রার্থী হতে চান ইউনিয়ন আ’লীগের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক, ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সাধারন সম্পাদক ও চান্দ্রা ইমাম আলী উচ্চ বিদ্যালয় ও কলেজের প্রাক্তন সিনিয়র শিক্ষক প্রয়াত আবিদ মিয়া বকাউলের সুযোগ্য সন্তান মো. আনিছুজ্জামান বকাউল।
তিনি আসন্ন ইউপি নির্বাচন উপলক্ষ্যে বালিথুবা পশ্চিম ইউনিয়নের প্রতিটি গ্রামে দলীয় নেতাকর্মীদের খোঁজখবর নিচ্ছেন এবং সাধারন মানুষের সাথে গভীর সম্পর্ক রাখছেন। এলাকায় সেবা মূলক কাজের দক্ষতার পরিচয় দিয়ে বেশ জনপ্রিয়তা ও আস্থা অর্জন করেছেন।
গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নির্দেশক্রমে করোনা মহামারীর শুরু থেকে অত্র ইউনিয়নের মানুষের মাঝে সুরক্ষা সামগ্রী, পরিছন্নতা অভিযান, জনসচেতনতা মূলক প্রচারণা, অসহায়দের মাঝে খাদ্য সামগ্রী বিতরন ছাড়াও বিনামূল্য করোনা ভ্যাকসিন রেজিষ্ট্রেশন সেবা প্রদান করেন।
বালিথুবা পশ্চিম ইউনিয়নে দুঃস্থ মানুষ ও নাগরিক সেবা নিশ্চিত করতে সকল এর সার্বিক সহযোগিতা ও দোয়া-সর্মথন কামনা করছেন। আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে মো: আনিছুজ্জামান বকাউলকে নিয়ে হাট-বাজারে চলছে নানা জল্পনা-কল্পনা ও আলোচনা। তবে সচতেন ভোটাররা তাঁকে আর্দশবান-যোগ্য ও সৎ সু-শিক্ষিত প্রার্থী হিসাবে মনে করছেন। আগামীদিনে সমাজসেবা মূলক কার্যক্রম চালিয়ে যাওয়া প্রত্যাশা ব্যক্ত করেন তিনি।
মো: আনিছুজ্জামান বকাউলের সাথে সৌজন্য সাক্ষাৎ কালে বলেন, আমি দীর্ঘদিন ধরে বঙ্গবন্ধুর আদর্শের একজন সৈনিক হিসেবে দলের জন্য মাঠে কাজ করে যাচ্ছি। গনতন্ত্রের মানস কন্যা জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী ও সরকারের উন্নয়ন মূলক কাজ গুলো আরো গতিশীল করতে আমি জনগণের যে সমস্যা গুলো আছে, সেগুলো সমাধান করতে আমি প্রার্থী হয়েছি। বালিথুবা পশ্চিম ইউনিয়নবাসীর সেবক হতে চাই আমি। মানুষ এর সেবা করাই হবে আমার অন্যতম প্রধান কাজ।
তিনি আরো বলেন- ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হয়ে জনগণের পাশে দাড়াতে চাই এবং তাঁদের সুখ দুঃখ ও বিপদ-আপদে পাশে থাকতে চাই। ফরিদগঞ্জের বালিথুবা পশ্চিম ইউনিয়নকে একটি মডেল ইউনিয়ন হিসেবে রুপান্তর করতে চাই। এ জন্য তিনি ইউনিয়ন বাসীর দোয়া ও সার্বিক সহযোগিতা কামনা করছেন।