মাসুদ হোসেন : চাঁদপুর সদর উপজেলার শাহমাহমুদপুর ইউনিয়নের ১৫৫নং ভড়ঙ্গারচর সরকারী প্রাথমিক বিদ্যালয়ে যথাযথ মর্যাদায় বিভিন্ন আয়োজনে বাংলার রাখাল রাজা, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালী, বাঙ্গালী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০২তম জম্ম বার্ষিকী পালিত হয়েছে।
আলোচনা সভা, দোয়ার অনুষ্ঠান, কেক কাটা ও বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণের মাধ্যমে এদিন পালন করা হয়। সভায় বাংলার এই মহানায়কের বিপ্লবী জীবন ও আদর্শ নিয়ে আলোচনা করা হয় ও আত্মার মাগফেরাত কামনা করা হয়।
বিদ্যালয়ের সভাপতি প্রভাষক মোঃ তাজুল ইসলাম হাওলাদারের সভাপতিত্বে, প্রধান শিক্ষক মোঃ নজরুল ইসলাম উপস্থাপনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন শাহমাহমুদপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ কামাল হাজী।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইউপি সদস্য শাহাদাত হোসেন। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষানুরাগী মোরশেদ আলম শাহীন, বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ এমরান হোসেন, নাজমা আক্তার, খাদিজা আক্তার, মোঃ ফিরোজ খানসহ বিদ্যালয়ের শিক্ষার্থীবৃন্দ।শুরুতেই কোরআন থেকে তেলোয়াত করেন ৪র্থ শ্রেণীর ছাত্র মোঃ তামিম হোসেন। আলোচনা শেষে কবিতা আবৃত্তি, রচনা প্রতিযোগিতা, চিত্রাংকনে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ ও জম্মদিনের কেক কাটা হয়।