গাজী মোঃ ইমাম হাসান : ১১ নভেম্বর চাঁদপুর সদর উপজেলার ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৮ নং ওয়ার্ডে মোরগ মার্কা প্রতীকে ইউনিয়ন পরিষদ সদস্য পদে নির্বাচিত হয়েছে মোঃ ইয়াসিন বেপারী।
এদিন সকাল ৮ থেকে বিকাল ৪ টা পর্যন্ত ৮ নং ওয়ার্ডের আল মঞ্জিল একাডেমীতে শান্তুিপূর্ন ভাবে ভোট গ্রহন অনুষ্ঠিত হয়।এই ওয়ার্ডটিতে মোট ভোটার সংখ্যা ১১৯১ জনের মধ্যে সংগ্রহকৃত ভোটের সংখ্যা ৮৩৮।এর মধ্যে মোরগ প্রতীকের প্রার্থী মোঃ ইয়াসিন বেপারী পায় ৪৪১ ভোট,নিকটতম প্রতিদ্বন্দ্বি প্রার্থী মোঃ দুদু খান ফুটবল প্রতীকে পান ২১৬ ভোট এবং তালা মার্কা প্রতীকে রুহুল আমিন সিকদার পায় ১৬৫ ভোট।সংগ্রহকৃত মোট ভোট থেকে বাতিল ভোটের সংখ্যা ১৬।নির্বাচনে মোরগ প্রতীকের প্রার্থী মোঃ ইয়াসিন বেপারী ২২৫ ভোটের ব্যবধানে নিকটতম প্রার্থীকে পরাজিত করে। নির্বাচনে বিজয়ী হয়ে মোঃ ইয়াসিন বেপারী ৮ নং ওয়ার্ড বাসীর প্রতি কৃতজ্ঞা প্রকাশ করেন।
নির্বাচনী গণসংযোগ করেন। ২৯অক্টোবর বিকালে তিনি ৯নং ওয়ার্ডের বিভিন্ন বাড়ী,দোকান-পাট, এলাকার সুধী সমাজ ও সকল পর্যায়ের ভোটারদের সাথে সৌজন্য সাক্ষাত,কুশল বিনিময় এবং গণসংযোগ করেন।এসময় তিনি আগামী ১১ তারিখ তালা মার্কায় সকলের কাছে ভোট চান।
এ সময় এলাকাবাসীর সাথে কথা বলে জানা যায় তারা এবারের নির্বাচনে এই ওয়ার্ডের জন্য একজন দক্ষ ও ভালো মানুষ নির্বাচিত করবেন।
তারা জানায় এই ওয়ার্ডের জন্য সদস্য হিসাবে আমরা বিগত দিনের পরিক্ষিত নেতা মোঃ মোর্শেদ কবির গাজীকে দেখতে চাই।কারন হিসাবে তারা বলেন করোনা কালীন সময় থেকে শুরু করে যে কোন বিপদে-আপদে আমরা তার কাছ থেকে বিভিন্ন সাহায্য সহযোগিতা পেয়েছি। সামাজিক কাজ ও ওয়ার্ড বাসীর কল্যানে তার বিকল্প নাই। ওয়ার্ড বাসীর এই প্রত্যাশা সম্পর্কে জানতে চাইলে ইউপি সদস্য মোঃ মোর্শেদ কবির বলেন আমার ওয়ার্ড বাসীর স্বপ্ন বাস্তবায়ন এবং কল্যানের সুযোগ যদি মহান আল্লাহ আমাকে দেন আমি তা যথাযত ভাবে পালনে আন্তরিক থাকবো। আমি বিগত দিনেও তাদের জন্য কাজ করেছি,আগামীতে করবো। আল্লাহ যেন আমাকে তাদের সেবক হিসাব কবুল করেন, তাই সকলের কাছে দোয়া চাই।
তার নির্বাচনী গণসংযোগে স্থানীয় আওয়ামী লীগ,যুবলীগ,ছাত্রলীগসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলো।