স্টাফ রিপোর্টার : চাঁদপুর সদর উপজেলার ৬নং মৈশাদী ইউনিয়নস্থ ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান হামানকদ্দী পল্লীমঙ্গল উচ্চ বিদ্যালয়ে আসন্ন ম্যানেজিং কমিটি নির্বাচন ২০২২এর সংরক্ষিত মহিলা সদস্য প্রতিনিধি রাবেয়া আক্তার, এ নির্বাচনে সাধারন সংরক্ষিত পদে তাকে দেখতে চায় অভিভাবকগন।
আগামী ২৩ এপ্রিল শনিবার বিদ্যালয়ের নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনে রাবেয়া আক্তার ২নং ব্যালট নিয়ে প্রতিদ্ধন্ধিতা করছেন। ইতিমধ্যে নির্বাচন উপলক্ষে প্রিজাইটিং অফিসার নির্বাচনের নিয়ামাবলী প্রার্থীদের জানিয়ে দিয়েছেন।
এবারের নির্বাচনে রাবেয়া আক্তার একজন মেধাবী, যোগ্য প্রতিনিধি হওয়ায় ভোটাররা তাকে নিয়েই ভাবছেন। তাই রাবেয়া আক্তারকে মহিলা অভিভাবক সদস্য হিসেবে দেখতে চায় বিদ্যালয়ের অভিভাবকগন। হামানকদ্দী পল্লীমঙ্গল উচ্চ বিদ্যালয়ে সার্বিক উন্নয়নের জন্য রাবেয়া আক্তারের বিকল্প নেই বলে অভিভাবকরা জানিয়েছে। তাই তাকে নির্বাচিত করতে সকল অভিভাবকদের ভোট প্রদানের জন্য এলাকাবাসী দাবি জানিয়েছেন।
রাবেয়া আক্তার বলেন, বিদ্যালয়ের শিক্ষার মান উন্নয়নের জন্য সার্বিক ভাবে কাজ করাই হবে আমার একমাত্র লক্ষ্য।
বিদ্যালয়ের শিক্ষার্থীরা যাতে বিদ্যালয়ে নিরাপদে যাতায়েত করতে পারে সেদিকে লক্ষ্য রাখাই হবে তার লক্ষ্য। বিশেষ করে মেয়ে শিক্ষার্থীরা যাতে ইভটিজিংয়ের কবলে না পড়ে দিকে খেয়ার রাখা হবে। তাই সকলের কাছে তার ২নং ব্যালটে ভোটারদের কাছে তিনি ভোট প্রার্থনা করেছেন।