কচুয়া প্রতিনিধি : কচুয়ায় জমি সংক্রান্ত জের ধরে প্রতিপক্ষের হামলায় মো: রফিকুল ইসলাম (৬০) নামে ১ জন গুরুতর আহত হয়েছেন। শুক্রবার (১২ নভেম্বর) বিকালে উপজেলার দোয়াটি গ্রামে বেপাড়ী বাড়িতে এই ঘটনা ঘটে। হামলার ঘটনায় শুক্রবার সন্ধ্যায় আহতর ছেলে মো. ইউসুফ আলী বাদী হয়ে কচুয়া থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।
অভিযোগ সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে জমিজমা নিয়ে মো: ইউসুফ আলীর পরিবারের সঙ্গে একই বাড়ির বিবাদী আল আমিন (২৬) পিতা শাহাজাহান গংদের সাথে দীর্ঘদিন যাবৎ জমিজমা নিয়ে বিরোধ চলে আসছে। এর জের ধরে শুক্রবার বিকালে রফিকুল ইসলামকে বাড়িতে একা পেয়ে আল আমিন তার গংদের নিয়ে দেশীয় অস্ত্র দিয়ে বেদম মারধর করে। এতে রফিকুল ইসলামের হাতে, পায়ে, সিনায়, বুকে ও পিঠে জখম করে। এতে মো: রফিকুল ইসলাম গুরুতর আহত হয়। স্থানীয়রা আশঙ্কাজনক অবস্থায় তাকে উদ্ধার করে কচুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা দিয়ে চাঁদপুর সদর হাসপাতালে প্রেরণ করেন।
আহত রফিকুল ইসলামের ছেলে ইউসুফ আলী জানান, বিবাদীরা আমার পিতা রফিকুল ইসলামকে নামাজ রত অবস্থায় এলোপাথাড়ী ভাবে মারধর করে। এতে তার শরীলের বিভিন্ন স্থানে রক্তাক্ত জখম করে আল আলিন গংরা। বিবাদীরা জোর করে আমাদের বসত ঘরের জায়গা দখল করতে চেষ্টা চালায়। তাদের অত্যাচারে আমাদের পরিবার পরিজন অতিষ্ট।
এ ঘটনায় আহতের ছেলে মো: ইউসুফ আলী বাদী হয়ে শুক্রবার সন্ধ্যায় থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।