সজীব খান : চাঁদপুর সদর উপজেলার আশিকাটি ইউনিয়ন পরিষদ নির্বাচনে ২নং ওয়ার্ডে সাধারণ সদস্য পদে নির্বাচিত হয়েছেন, ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক কমিটির সদস্য মোঃ সোহাগ খান।
১১ নভেম্বর দ্বিতীয় দাফের ইউনিয়ন পরিষদ সোহাগ খান মোরগ প্রতীকে বিজয়ী হন।
১১ নভেম্বর হাপানাীয়া রুশদী সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে অবাদ সুষ্ঠ ও শান্তিপূর্ণ পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত হয়। ওই দিন সকাল ৮ থেকে বিকাল ৪ টা পর্যন্ত একটানা ভোট অনুষ্ঠিত হয়। হাপানাীয়া ওয়ার্ডে ৫জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। এর মধ্য তরুন মুখ মোরগ প্রতীক নিয়ে ৬ শত ২৭ভোট পেয়ে প্রথম বারের মত ইউপি সদস্য নির্বাচিত হন, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জাহাঙ্গীর পাটওয়ারী তালা প্রতীক নিয়ে ৪ শত ৮৭, লোকমান মুন্সি সিলিং ফ্যান প্রতীক নিয়ে ২ শত ৩৯, আউয়াল মিজি ভ্যানগাড়ি প্রতীক নিয়ে ১ শত ৮৯, নুরুজ্জামান সর্দার ফুটবল প্রতীক নিয়ে ১৮ ভোট পান।
নির্বাচনে বিজয়ী হয়ে সোহাগ খান ওয়ার্ড বাসীর কৃতজ্ঞা প্রকাশ করে তার উপর অর্পিত দায়িত্ব সঠিক ভাবে পালন করতে পারে, সেজন্য তিনি সবার কাছে সার্বিক সহযোগীতা কামনা করেছেন।