গাজী মোঃ মহসিন : গত ১১ নভেম্বর দ্বিতীয় ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে চাঁদপুর সদর উপজেলার ৬নং মৈশাদী ইউনিয়নে বাংলাদেশ আওয়ামী লীগের দলীয় মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী মোঃ নুরুল ইসলাম পাটওয়ারী বিপুল ভোটে চেয়ারম্যান নির্বাচিত হওয়ায় দলীয় নেতৃবৃন্দ ও বিভিন্ন স্তরের মানুষ ফুলেল শুভেচ্ছা জানান।
১১ নভেম্বর বৃহস্পতিবার ফলাফল ঘোষনার পর থেকে শনিবার পর্যন্ত এই তিন দিনে ইউনিয়ন আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, মহিলা আ’লীগ ও ছাত্রলীগের পক্ষ থেকে নবনির্বাচিত ইউপি চেয়ারম্যান নুরুল ইসলাম পাটওয়ারীকে ফুল দিয়ে শুভেচ্ছা ও অভিনন্দন জানান নেতাকর্মীরা।
এছাড়াও বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক প্রতিনিধিসহ ইউনিয়নের বিভিন্ন স্তরের মানুষ ও কর্মী-সমর্থকরাও এ শুভেচ্ছা জানান। সেই সাথে নবনির্বাচিত ইউপি চেয়ারম্যান নুরুল ইসলাম পাটওয়ারী সকল নবনির্বাচিত ইউপি সদস্য, আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, মহিলা আ’লীগ ও ছাত্রলীগের নেতৃবৃন্দকেও তার পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানান।
এ সময় শুভেচ্ছা জানাতে আসা এক সমর্থক বলেন, আমাদের মৈশাদী ইউনিয়নের স্কুল, মাদ্রাসা, মসজিদ-মন্দির, রাস্তা ঘাট সহ গুরুত্বপূর্ণ পয়েন্টে উন্নয়ন হলে সকল প্রকার মান উন্নত হবে। এর জন্য সুন্দর পরিবেশ গড়তে নতুন চেয়ারম্যানের সহযোগিতা প্রয়োজন। আমরা আশাবাদী, তিনি মৈশাদীর উন্নয়ন, শিক্ষা ও শান্তি সমৃদ্ধির জন্য কাজ করবেন। সবার কাছ থেকে অভিনন্দন ও ফুলেল শুভেচ্ছা পেয়ে মৈশাদী ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান নুরুল ইসলাম পাটওয়ারী বলেন, আমি সবার কাছে দোয়া ও সহযোগিতা চাই। মৈশাদীর উন্নয়নে ও মানুষের জন্য কাজ করতে চাই। আশা করি আমি একটি সুন্দর ইউনিয়ন উপহার দিতে পারবো।
প্রসঙ্গত, বৃহস্পতিবার (১১ নভেম্বর) অনুষ্ঠিত মৈশাদী ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৯টি ওয়ার্ডের সবগুলো কেন্দ্রের মধ্যে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। এতে আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী মোঃ নুরুল ইসলাম পাটওয়ারী নৌকা প্রতীকে ৭ হাজার ৫৯ ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র আনারস প্রতীকের চেয়ারম্যান প্রার্থী আবু জাফর মোঃ সালেহ (অলী) পাটওয়ারী ৪৭০ ভোট পান। নৌকা প্রতীকের প্রার্থী ৬ হাজার ৫৮৯ ভোট বেশী পেয়ে বেসরকারি ভাবে নির্বাচিত হয়েছেন।