ঢাকা ০৫:৩৯ পূর্বাহ্ন, শনিবার, ২৭ জুলাই ২০২৪, ১১ শ্রাবণ ১৪৩১ বঙ্গাব্দ

শাহরাস্তিতে আদালতের নির্দেশে উচ্ছেদের মাধ্যমে ১.৭৭ একর  সম্পত্তি উদ্ধার

মোঃ মাসুদ রানা : চাঁদপুরের শাহরাস্তিতে দীর্ঘদিন ধরে চলমান ভূমি সংক্রান্ত একটি  মামলায় আদালতের রায়ের মাধ্যমে  নিষ্পত্তি হয়েছে।
সোমবার দুপুরে(৩০- মে) শাহরাস্তি উপজেলার টামটা উত্তর ইউপির রাড়া গ্রামের ভূমির প্রকৃত মালিককে সম্পত্তি বুঝিয়ে দিতে আদালতের নির্দেশে শাহরাস্তি উপজেলা প্রশাসনের পক্ষ থেকে উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়।
চাঁদপুর জজকোর্টের বিজ্ঞ আদালতের নির্দেশনা বাস্তবায়ন করতে শাহরাস্তি উপজেলা সহকারী কমিশনার ভূমি ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ আমজাদ হোসেন বৃষ্টি উপেক্ষা করে দিনভর এই অভিযান পরিচালনা করেন।
সংশ্লিষ্ট সূত্র জানায়, ওই গ্রামের মৃত হোসনে আরা মৃত্যুর পরে তাহার ওয়ারিশ নুরু মিয়া,  মোঃ আক্তার হোসেন, মো. মিরন মিয়া, জাহাঙ্গীর আলমের মৃত্যুর পরে তাহার ওয়ারিশ, খোদেজা বেগম, হাবিবুর রহমান, না: মাহফুজ, না: হাফিজুর রহমান, পান্না  আক্তার  বিউটি, মঞ্জুমা বেগম, আনোয়ারা বেগম সকলের পিতা মৃত খলিলুর রহমান।
এছাড়া নাবালক গণের পক্ষে স্বাভাবিক অভিভাবক মাতা ডিক্রীদার ধারা না: রুমা আক্তার, না: আলামিন, নাবালক শহিদুল ইসলাম, নাবালক কামরুল ইসলাম, নাবালক ইমরুল ইসলাম সকলের পিতা মৃত মনির হোসেন শাহরাস্তি উপজেলার রাড়া গ্রামের অধিবাসী, হাল সাং বাজিতপুর ডাকঘর ও উপজেলা যুলি জেলা মৌলভীবাজার নাবালক গণের পক্ষে স্বাভাবিক অভিভাবক মাতা নেহেরুর বেগম বাদি হিসাবে এ মামলা পরিচালনা করে আসছিল।
একই গ্রামের ওই মামলার বিবাদী এ এইচ এম মহিউদ্দিন পিতা-মৃত হুমায়ুন কবির পাটোয়ারী, ইফফাত আরা বেগম স্বামী ফজলুল হক  সাং মকিমাবাদ উপজেলা হাজিগঞ্জ, ইসরাত জাহান স্বামী দিদারুল আলম সাং পেরপেটি উপজেলা বগুড়া জেলা কুমিল্লা, নুসরাত জাহান স্বামী নুরে আলম সাং কাজিরগাঁও ডাকঘর ও উপজেলা হাজিগঞ্জ, নুসরাত জাহান পিতা হুমায়ুন কবির, মৃত খাতুনে জান্নাত স্বামী মৃতঃ হুমায়ুন কবির, উভয়ের সাং ডাকঘর উয়ারুক উপজেলা শাহরাস্তি, হোসনেয়ারা বেগম স্বামী এরশাদ উল্লাহ ভূঁইয়া সাং ফুলচো ডাকঘর কেশরাঙ্গা শাহরাস্তি চাঁদপুর।
উভয় পক্ষের  মধ্যে চলমান মামলাটি শাহরাস্তি বিজ্ঞ সহকারি জজ আদালত দে: বন্টন ০২/২০০৮ ইং নং মোকাদ্দমা মূলে ডিক্রী পাইয়া তৎমূলে  দেওয়ানী ডিং০১/২০২২ ইং নং মূলে বিজ্ঞ আদালতের আদেশে জেলা জজ আদালতের  নাজির/ নায়েব  নাজির বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট ও পুলিশ প্রশাসনের উপস্থিতিতে নিম্ন তপশিল ভূমি বাদী ডিক্রীদার ১(ক) নুর মিয়া গংকে ডোল শহরতের মাধ্যমে দখল বুঝিয়ে দেওয়া নিমিত্তে একটি সাইনবোর্ড উত্তোলন করা হয়। সেখানে চাঁদপুর জেলার শাহরাস্তি উপজেলা অধীন সাবেক ২৩৪  নং রাড়া মৌজার সি .এস ২০ নং খতিয়ানভুক্ত সাবেক ১১৯/৭০২ চিটা ১০ দাগে,১০ একর সর্বমোট ১.৭৭ এর একর ভূমি উদ্ধার করে তার প্রকৃত মালিক কে বুঝিয়ে দেয়া জন্য বিজ্ঞ আদালত কর্তৃক নির্দেশ প্রদান করা হয় ।
উক্ত অভিযান পরিচালনা করেন শাহরাস্তি সহকারী কমিশনার ভূমি ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো: আমজাদ হোসেন শাহরাস্তি মডেল থানা পুলিশ পরিদর্শক তদন্ত মোহাম্মদ আসাদুজ্জামান সঙ্গীয় ফোর্স, চাঁদপুর জেলা আদালত নায়েব/নাজির গাফফার খাঁন নাদিম, জারীকারক মোঃ মিজানুর রহমান সংশ্লিষ্ট কর্মকর্তা কর্মচারীগণ উপস্থিত ছিলেন।
এদিকে ভূমির প্রকৃত মালিক ও স্থানীয় সূত্রে জানা যায়, ভূমির প্রকৃত মালিক আর্থিকভাবে অসচ্ছল ও অসহায় হওয়াতে তার মামলাটি দীর্ঘদিন ধরে লিগ্যালএইড কর্তৃক পরিচালিত হয়ে আসছিল।
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

স্কুলের শ্রেণিকক্ষে ‘আপত্তিকর’ অবস্থায় ছাত্রীসহ প্রধান শিক্ষক আটক

শাহরাস্তিতে আদালতের নির্দেশে উচ্ছেদের মাধ্যমে ১.৭৭ একর  সম্পত্তি উদ্ধার

আপডেট সময় : ০৬:০৬:৪৭ অপরাহ্ন, সোমবার, ৩০ মে ২০২২
মোঃ মাসুদ রানা : চাঁদপুরের শাহরাস্তিতে দীর্ঘদিন ধরে চলমান ভূমি সংক্রান্ত একটি  মামলায় আদালতের রায়ের মাধ্যমে  নিষ্পত্তি হয়েছে।
সোমবার দুপুরে(৩০- মে) শাহরাস্তি উপজেলার টামটা উত্তর ইউপির রাড়া গ্রামের ভূমির প্রকৃত মালিককে সম্পত্তি বুঝিয়ে দিতে আদালতের নির্দেশে শাহরাস্তি উপজেলা প্রশাসনের পক্ষ থেকে উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়।
চাঁদপুর জজকোর্টের বিজ্ঞ আদালতের নির্দেশনা বাস্তবায়ন করতে শাহরাস্তি উপজেলা সহকারী কমিশনার ভূমি ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ আমজাদ হোসেন বৃষ্টি উপেক্ষা করে দিনভর এই অভিযান পরিচালনা করেন।
সংশ্লিষ্ট সূত্র জানায়, ওই গ্রামের মৃত হোসনে আরা মৃত্যুর পরে তাহার ওয়ারিশ নুরু মিয়া,  মোঃ আক্তার হোসেন, মো. মিরন মিয়া, জাহাঙ্গীর আলমের মৃত্যুর পরে তাহার ওয়ারিশ, খোদেজা বেগম, হাবিবুর রহমান, না: মাহফুজ, না: হাফিজুর রহমান, পান্না  আক্তার  বিউটি, মঞ্জুমা বেগম, আনোয়ারা বেগম সকলের পিতা মৃত খলিলুর রহমান।
এছাড়া নাবালক গণের পক্ষে স্বাভাবিক অভিভাবক মাতা ডিক্রীদার ধারা না: রুমা আক্তার, না: আলামিন, নাবালক শহিদুল ইসলাম, নাবালক কামরুল ইসলাম, নাবালক ইমরুল ইসলাম সকলের পিতা মৃত মনির হোসেন শাহরাস্তি উপজেলার রাড়া গ্রামের অধিবাসী, হাল সাং বাজিতপুর ডাকঘর ও উপজেলা যুলি জেলা মৌলভীবাজার নাবালক গণের পক্ষে স্বাভাবিক অভিভাবক মাতা নেহেরুর বেগম বাদি হিসাবে এ মামলা পরিচালনা করে আসছিল।
একই গ্রামের ওই মামলার বিবাদী এ এইচ এম মহিউদ্দিন পিতা-মৃত হুমায়ুন কবির পাটোয়ারী, ইফফাত আরা বেগম স্বামী ফজলুল হক  সাং মকিমাবাদ উপজেলা হাজিগঞ্জ, ইসরাত জাহান স্বামী দিদারুল আলম সাং পেরপেটি উপজেলা বগুড়া জেলা কুমিল্লা, নুসরাত জাহান স্বামী নুরে আলম সাং কাজিরগাঁও ডাকঘর ও উপজেলা হাজিগঞ্জ, নুসরাত জাহান পিতা হুমায়ুন কবির, মৃত খাতুনে জান্নাত স্বামী মৃতঃ হুমায়ুন কবির, উভয়ের সাং ডাকঘর উয়ারুক উপজেলা শাহরাস্তি, হোসনেয়ারা বেগম স্বামী এরশাদ উল্লাহ ভূঁইয়া সাং ফুলচো ডাকঘর কেশরাঙ্গা শাহরাস্তি চাঁদপুর।
উভয় পক্ষের  মধ্যে চলমান মামলাটি শাহরাস্তি বিজ্ঞ সহকারি জজ আদালত দে: বন্টন ০২/২০০৮ ইং নং মোকাদ্দমা মূলে ডিক্রী পাইয়া তৎমূলে  দেওয়ানী ডিং০১/২০২২ ইং নং মূলে বিজ্ঞ আদালতের আদেশে জেলা জজ আদালতের  নাজির/ নায়েব  নাজির বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট ও পুলিশ প্রশাসনের উপস্থিতিতে নিম্ন তপশিল ভূমি বাদী ডিক্রীদার ১(ক) নুর মিয়া গংকে ডোল শহরতের মাধ্যমে দখল বুঝিয়ে দেওয়া নিমিত্তে একটি সাইনবোর্ড উত্তোলন করা হয়। সেখানে চাঁদপুর জেলার শাহরাস্তি উপজেলা অধীন সাবেক ২৩৪  নং রাড়া মৌজার সি .এস ২০ নং খতিয়ানভুক্ত সাবেক ১১৯/৭০২ চিটা ১০ দাগে,১০ একর সর্বমোট ১.৭৭ এর একর ভূমি উদ্ধার করে তার প্রকৃত মালিক কে বুঝিয়ে দেয়া জন্য বিজ্ঞ আদালত কর্তৃক নির্দেশ প্রদান করা হয় ।
উক্ত অভিযান পরিচালনা করেন শাহরাস্তি সহকারী কমিশনার ভূমি ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো: আমজাদ হোসেন শাহরাস্তি মডেল থানা পুলিশ পরিদর্শক তদন্ত মোহাম্মদ আসাদুজ্জামান সঙ্গীয় ফোর্স, চাঁদপুর জেলা আদালত নায়েব/নাজির গাফফার খাঁন নাদিম, জারীকারক মোঃ মিজানুর রহমান সংশ্লিষ্ট কর্মকর্তা কর্মচারীগণ উপস্থিত ছিলেন।
এদিকে ভূমির প্রকৃত মালিক ও স্থানীয় সূত্রে জানা যায়, ভূমির প্রকৃত মালিক আর্থিকভাবে অসচ্ছল ও অসহায় হওয়াতে তার মামলাটি দীর্ঘদিন ধরে লিগ্যালএইড কর্তৃক পরিচালিত হয়ে আসছিল।