ফরিদগঞ্জ আবিদুর রেজা পাইলট মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রাক্তণ শিক্ষার্থীদের সংগঠন ফারিসা’র পূর্ণাঙ্গ কমিটি ঘোষনা করা হয়েছে।
শনিবার (১৮ জানুয়ারি ২০২৫) দুপুরে ফরিদগঞ্জ প্রেসক্লাবে আয়োজিত মতবিনিময় সভায় মোতাহার হোসেন পাটওয়ারীর সভাপতিত্বে কমিটির ঘোষণা করেন প্রকৌশলী মহেশ শর্মা।
নয়া পূর্ণাঙ্গ কমিটিতে সভাপতি হিসেবে বিশিষ্ট ব্যবসায়ী মোতাহার হোসেন পাটওয়ারী, প্রধান সমন্বয়কারী সিনিয়র সাংবাদিক ও শিশু সংগঠক ফরিদ আহমেদ রিপন, সাধারণ সম্পাদক প্রকৌশলী মহেশ শর্মা, সাংগঠনিক সম্পাদক প্রেসক্লাবের সাবেক সভাপতি নুরুন্নবী নোমান নির্বাচিত হন।
১০১ সদস্য বিশিষ্ট কমিটি ছাড়াও উপদেষ্টা মন্ডলির একটি কমিটি রয়েছে। এছাড়া বিদ্যালয়ের প্রাক্তণ শিক্ষার্থীদের প্রতিটি ব্যাচের দুই জন করে প্রাক্তণ ছাত্র কমিটিতে সদস্য হিসেবে অর্ন্তভুক্ত হবেন।
ভবিষ্যতে সংগঠনকে আরো এগিয়ে নিতে প্রতিটি ব্যাচের আলাদা কমিটি গঠনে সহায়তা করা হবে বলে ফারিসার নয়া সাধারণ সম্পাদক মহেশ শর্মা নিশ্চিত করেছেন।