ভালো কাজে আমাদের সঙ্গেই থাকুন এই স্লোগানকে সামনে রেখে সৌদি আরব প্রবাসী শাহরাস্তি ফোরামের জরুরী মতবিনিময় সভা ৭ মার্চ রাতে রিয়াদ বাথা ডি প্যালেস হোটেলে অনুষ্ঠিত হয়েছে।

প্রবাসী শাহরাস্তি ফোরামের সভাপতি ফখরুল ইসলাম বিলাসের সভাপতিত্বে সংগঠনের প্রতিষ্ঠাতা রোটারিয়ান মোঃ জাহাঙ্গীর আলম হৃদয়ের সঞ্চালনায় এই সময় উপস্থিত ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক মনসুর আহমেদ, সহ-সভাপতি মাঈনুল ইসলাম, সদস্য মোঃ জাকির হোসেন, মোঃ আবু সায়েম প্রমুখ।
জরুরী মতবিনিময় সভায় প্রবাসী শাহরাস্তি ফোরামের সদস্য কিডনি রোগে আক্রান্ত শাহরাস্তি উপজেলাস্থ রায়শ্রী উত্তর ইউনিয়নের হাটপাড় গ্রামের প্রবাসী টিপু সুলতান রিয়াদ কিং সৌদ মেডিকেলে চিকিৎসাধীন রয়েছে।
প্রবাসী শাহরাস্তি ফোরামের পক্ষ থেকে তার চিকিৎসা বিষয়ে খোঁজ-খবর নেওয়া হয়। পাশাপাশি আর্থিকভাবে সহায়তা করার বিষয়েও সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

সকল সদস্যদের পক্ষ থেকে তার চিকিৎসা ব্যয়ভার বহনের জন্য আন্তরিক সহযোগিতাও কামনা করেন ফোরামের পক্ষ থেকে।
অসুস্থ টিপু সুলতান পরিবারের পাশে থাকা সহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়।