চাঁদপুরে সেন্টার ফর কমিউনিটি ডেভেলপমেন্ট এসিসটেন্স (সিসিডিএ) এর দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১১ ফেব্রুয়ারী) চাঁদপুর শহরের ডি এন হাইস্কুলে দিনব্যাপী এই প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।
প্রশিক্ষণ পরিচালনা চাঁদপুর সেন্টার ফর কমিউনিটি ডেভেলপমেন্ট এসিসটেন্স (সিসিডিএ) এর করেন প্রকল্পের জেলা সমন্বয়কারী মো: নাজমুল আহসান ও উপজেলা সমন্বয়কারী নার্গিস আক্তার
কর্মশালাটি পরিদর্শন করেন চাঁদপুর জেলা জনশক্তি ও কর্মসংস্থান অফিস এর এডিশনাল ডিরেক্টর মো: শফিকুর রহমান।

উল্লেখ্য সিসিডিএ এর সিমস প্রকল্পটি অভিবাসন ব্যবস্থাপনায় সুশাসন ও নিরাপদ অভিবাসন প্রক্রিয়া অনুশীলনের মাধ্যমে প্রান্তিক জনগোষ্ঠীর সার্বিক উন্নয়নে সহায়ক ভূমিকা পালন এর লক্ষ্য ও উদ্দেশ্যে চাঁদপুর জেলা ৬ টি উপজেলায় ৪২টি ইউনিয়নে তাঁদের কার্যক্রম ২০২৮ সাল পর্যন্ত পরিচালনা করে থাকবেন।